এসাইলামের ব্যপারে কি ভাবে ভাল উপদেশ/এ়ডভাইস পেতে পারেন
How to get good asylum advice
জোসেফের গল্প:
আমার খুব তাড়াতাড়ি উপদেশ নেওয়ার প্রয়োজন ছিল। একটা দোকানের জানালায় আমি তার কার্ড দেখেছিলাম। তার অফিসটা ছিল খুব সুন্দর এবং তার ব্যবহার ছিল বন্ধুত্বপূর্ন। তাকে আমি আমার ভ্রমনের কাগজপত্র গুলি/ ট্রাভেল ডকুমেন্টস এবং আমার সঙ্গে যতটা টাকা পয়সা আনতে পেরেছিলাম তার বেশীরভাগটাই তাকে দিয়ে দিয়েছিলাম। সে আমাকে বারে বারে আশ্বাস দিয়েছে এবং বলেছে যে সে আমার সব সমস্যার সমাধান করতে পারবে বলে নিশ্চিত। আমি এখন বুঝতে পারছি যে আমি তাকে খুব বেশী বিশ্বাস করেছিলাম। কিন্তু সেই সময় আমি জানতাম না যে উপদেশ নেওয়ার জন্য কোথায় যেতে হবে। আস্তে আস্তে তার সঙ্গে কথাবার্ত্তা বলা কঠিন হয়ে পড়ে। সে সবসময়েই ব্যস্ত এবং আমি ফোন করলেও সে কখনও আমাকে ফিরিয়ে ফোন করেনি। কি হচ্ছে না হচ্ছে সে সম্বন্ধে আমার কোন ধারনা ছিল না। শেষ পর্যন্ত আমি বের করতে পারলাম যে যদিও সে আমার এসাইলামের আবেদন হোম অফিসে পাঠিয়েছে, কিন্তু সেটার সম্বন্ধে এর পরে সে আর কিছু করেনি। একদিন আমি তার অফিসে গিয়ে দেখলাম যে তার অফিস সম্পুর্ন খালি। আমি তাকে আর কোনদিন দেখিনি অথবা আমার কোন টাকা পয়সা ফেরত পাইনি এবং শেষ পর্যন্ত আমাকে আটকে রাখা হয়েছিল। সৌভাগ্যবশত: আমি একজন ভাল উপদেশদাতাকে খুজেঁ বের করতে পেরেছিলাম এবং তিনি আমার সব কিছু ঠিক করে দিতে সমর্থ হন।
এ়ডভাইস নাও(Advicenow)কি?
এ়ডভাইস(Advicenow) নাও হচ্ছে একটি নিরপেক্ষ ওয়েবসাইট, যেটা কোনরকম আর্থিক লাভ করে না। তারা এসালাইমের অধিকার এবং আইনের ব্যাপারে সব ধরনের তথ্য প্রদান করে থাকে। এই পত্রে যে সকল তথ্য প্রদান করা হয়েছে, সেগুলি, যারা আমাদের আর্থিক সাহায্য দিয়ে থাকেন, অথবা ইউ কের সরকারের দ্বারা প্রভাবিত নয়। আমাদের এই তথ্যপত্র লেখার উদ্দেশ্য হল আপনার সুযোগ সুবিধার উন্নতিবর্ধন করা।
কেন আপনার এসাইলামের আবেদনের ব্যাপারে উপদেশ/এ়ডভাইস নেওয়া উচিত।
কারন আপনি যদি উপদেশ/এ়ডভাইস না নেন, তাহলে আপনি নিম্নলিখিত ঝুঁকিগুলি নিচ্ছেন:
- না বুঝে আইন ভঙ্গ করা
- নিয়মগুলি যেভাবে আপনাকে সাহায্য করতে পারে, সেগুলির ভালভাবে ব্যবহার না করা।
কখনও কখনও হোম অফিস ভুল করে থাকে এবং এই সম্বন্ধে উপদেশ ছাড়া আপনি হয়ত এই ভুলগুলি ধরতে পারবেন না অথবা কি ভাবে হোম অফিসের সিদ্বান্তের প্রতিদ্বন্দিতা করতে পারেন সেটা জানেন না।
আপনার বন্ধুরা যারা আপনার ভাল চায় তারা হয়ত আপনাকে উপদেশ দেবে, কিন্তু এসাইলামের পদ্ধতির খুব ঘন ঘন পরিবর্তন হয়, সেজন্য আপনার সর্ব্বদাই উপযুক্ত আইনের পরামর্শ নেওয়া উচিত।
কেন আপনার ভাল উপদেশ/এ়ডভাইস নেওয়া উচিত
কারন হয়ত: একজন অসাধু বা খারাপ উকিল/সলিসিটর অথবা উপদেশদাতা/এ়ডভাইজার নিম্নলিখিত গুলি করতে পারেন:
- আপনাকে উপযুক্ত উপদেশ/এ়ডভাইস না দেওয়া
- আপনার অর্থ অথবা কাগজপত্র/ডকুমেন্ট চুরি করে নেওয়া।
- যে সকল প্রমান গুলি আপনার কেসের ব্যাপারে সহায়তা করতে পারে, সেগুলির জোগাড় না করা অথবা সেইগুলি হোম অফিসকে দেখাতে ভুলে যাওয়া।
- যে সকল উল্লেখযোগ্য সাক্ষীরা আপনার বিবরনের সমর্থন করতে পারতেন তাদের ইন্টারভিউ না করা।
- খারাপভাবে আবেদনপত্র পূরন করা অথবা একেবারেই পূরন না করা।
- শুনানীর সময় খারাপভাবে আপনার হয়ে প্রতিনিধিত্ব করা অথবা শুনানীতে যোগদান না করা।
যদিও আপনার কেস খুব ভাল, কিন্তু এর ফলে উপরোক্ত কারনগুলির জন্য আপনার আবেদন প্রত্যাখ্যাত হতে পারে।
উপদেশ/এ়ডভাইস নেওয়ার ব্যাপারে কল্পকাহিনী এবং অর্ধেক সত্য
- যে সকল ব্যক্তিরা আপনাকে বলেন ‘বিনা পয়সায় কোন কিছুই ভাল নয়’ অথবা ‘আপনি যতটা দাম দেবেন ততটাই পাবেন’, সেই সকল ব্যক্তিদের সম্বন্ধে সাবধান থাকুন। অনেক অভিজ্ঞ উকিল/সলিসিটররা এবং উপদেশদাতারা/এ়ডভাইজাররা বিনা পয়সায় উপদেশ দেওয়ার জন্য লিগ্যাল সার্ভিস কমিশনের (এল এস সি/LSC) কাছ থেকে বেতন পেয়ে থাকেন। কিন্তু একজন অসাধু অথবা খারাপ উকিল/সলিসিটর অথবা উপদেশদাতা/এ়ডভাইজার খারাপ উপদেশ দেওয়ার জন্য আপনার কাছ থেকে অনেক পয়সা দাবী করতে পারেন।
- সরকারী কর্মচারী, যার ভিতরে আছেন ইমিগ্রেশন/অভিবাসনের অফিসাররা, তারা হয়ত: আপনাকে বলবেন যে আপনার কোন আইনের উপদেশ নেওয়ার প্রয়োজন নেই। আমরা মনে করি যে, যে কোন ব্যক্তি ইউ কে তে এসাইলামের আবেদন করছেন তার আইনের উপদেশ/এ়ডভাইস নেওয়া উচিত। এর কারন হল যে একজন উকিল/সলিসিটর এবং উপদেশদাতা/এ়ডভাইজার আইনের বিষয়ে জানেন এবং কিভাবে আপনার ক্ষেত্রে আইনের প্রয়োগ করে আপনার আবেদন যাতে সাফল্যজনক হয় তার জন্য যতটা সম্ভব চেষ্টা করে থাকেন।
হোম অফিস
হোম অফিস হচ্ছে একটি সরকারী বিভাগ। ইমিগ্রেশনের /অভিবাসনের দায়িত্ব হল এই বিভাগের। এ ছাড়াও পুলিশ, কোর্ট/আদালত এবং জেলখানার দায়িত্ব থাকে এই বিভাগের উপর।
- আপনার অতীতের অভিজ্ঞতার দরুন আপনার পক্ষে এখানে ইউ কে তে উকিল/সলিসিটর এবং উপদেশদাতা/এ়ডভাইজারদের বিশ্বাস করা কঠিন এবং এটাও বিশ্বাস করা কঠিন যে ভাল উকিল/সলিসিটর অথবা উপদেশদাতা/এ়ডভাইজার আছেন। ইউ কে তে উকিলরা অথবা উপদেশদাতারা যারা এসাইলামের উপদেশ দিয়ে থাকেন তারা হোম অফিস, নাস (NASS) অথবা অন্য কোন সরকারী বিভাগের কর্মচারী নন। তারা স্বাধীনভাবে কাজ করেন। ভাল উকিল অথবা উপদেশদাতা আছেন এবং এই তথ্যপত্র আপনাকে সেইরকম একজনকে খুঁজে বের করতে সাহায্য করবে।
নাস(NASS)
হোম অফিস যখন তাদের আবেদনের বিচার করছেন, তখন দি ন্যাশনাল এসাইলাম সাপোর্ট সার্ভিস (NASS) এসাইলাম সিকারদের, আবেদনের বিচার করছেন, তখন তাদের সহায়তা, বাসস্থান এবং আর্থিক সাহায্য দিয়ে থাকেন।
- এটা মনে করা সহজ যে যদি একজন উকিল অথবা উপদেশদাতা যদি আপনার স্বজাতি হন, অথবা আপনারা একই সংস্কৃতির অথবা ধর্মের হন, তাহলে তিনি আপনাকে বেশী করে সাহায্য করবেন। কিন্তু সব সময় এটা ঠিক নয়। অসাধু উকিল অথবা উপদেশদাতা যেহেতু আপনাদের মধ্যে অনেক কিছুর মিল আছে, সেইহেতু আপনাকে তাদের, মক্কেল করবার জন্য চেষ্টা করবেন। কেউ কেউ হয়ত এটাও ইঙ্গিত করতে পারেন যে একজন উকিল অথবা উপদেশদাতা যদি অন্য কোন গোষ্ঠির (ethnic group) অথবা ধর্মের হন তাহলে তিনি সাহায্য করবেন না এবং এর ফলে আপনি আপনার কেসে হেরে যাবেন। অতএব সাবধান, এইগুলি হচ্ছে আপনার মনোযোগ আকর্ষণ করার কৌশল, যাতে তারা আপনার টাকা-পয়সা হাতাতে পারেন।
- যদি একজন উকিল অথবা উপদেশদাতা আপনাকে বলেন যে আপনি হয়ত কেসে জিততে পারবেন না তার মানে এটা নয় যে তিনি একজন খারাপ উপদেশদাতা। কখনও কখনও একজন উকিল অথবা উপদেশদাতা যদি আপনাকে বলেন যে, আপনার কেসে জেতার সুযোগ খুবই কম। তার মানে হল যে তার একথা বলা ছাড়া তার আর কোন উপায় নেই।
উপদেশ নেওয়ার ব্যাপারে কি করবেন এবং কি করবেন না:
দয়া করে করুন:
তাড়াতাড়াই আইনের উপদেশ নিন
প্রতারকদের সম্বন্ধে সাবধান থাকুন
যখন আপনি প্রথম এই দেশের যে কোন বিমান বন্দর অথবা সামুদ্রিক বন্দরে পৌঁছাবেন, তখন ইনফরমেশন ডেস্কের কাছে আপনার কিছু কিছু লোকদের সঙ্গে দেখা হবে, যারা বলবেন যে তারা উকিল অথবা উপদেশদাতা। তারা হয়ত বলবেন যে তারা আপনাকে সাহায্য করতে চান, কিন্ত্ আসলে তারা আপনাকে প্রতারনা করতে চান।
আকবরের গল্প:
আকবর রেফিউজি এ়রাইভেল প্রজেক্টে (একটি স্বাধীন স্বয়ংসেবী সংস্থা, যে সকল এসাইলাম সিকাররা এবং রেফিউজিরা নুতন এই দেশে এসেছেন এই সংস্থা তাদের সাহায্য করে থাকে) যাচ্ছিল, তখন একজন ব্যক্তি আকবরকে বলেন যে তিনি একজন উকিল এবং তিনি তাকে সাহায্য করবেন। তিনি আকবরের কাছ থেকে তার সমস্ত কাগজপত্র এবং তার কাছে ২০০ পাউন্ডের মত অর্থ ছিল, তিনি তার সবটাই নিয়ে নেন। তারপর তারা ৪৫ মিনিট ধরে এয়ারপোর্টের চারপাশে গাড়ীতে ঘুরে বেড়ান এবং শেষ পর্যন্ত তাকে গাড়ী থেকে নামিয়ে দেন। আকবর শেষ পর্যন্ত যখন রেফিউজি এ়রাইভাল প্রজেক্টে এসে পৌঁছায় অনেক দেরীতে এবং একেবারে কপর্দকশুন্য ।
থামুন এবং আপনার কাগজপত্র অন্য কাউকে দেওয়ার আগে চিন্তা করুন:
অনেক সময় উকিল অথবা উপদেশদাতাদের আপনার মূল বা আসল কাগজপত্রের প্রয়োজন হয়, ফটোকপি নয়। উদাহরণ হল; হোম অফিসে পাঠাবার জন্য। এই কাগজগুলি দেওয়ার আগে সবগুলি ফটোকপি করে নিন এবং যে যে দলিলপত্রগুলি দিচ্ছেন, সেই গুলির জন্য একটা রসিদ নিয়ে নেবেন এবং সেই রসিদে যে যে দলিলপত্রগুলি দিয়েছেন, তার তালিকা যেন লেখা থাকে। তবে যে সকল উকিলরা অথবা উপদেশদাতারা আপনার মূল বা আসল কাগজপত্র কোন উপযুক্ত কারন ছাড়াই তাদের কাছে রেখে দেন তাদের সম্বন্ধে সতর্ক থাকবেন, তারা হয়ত আপনাকে তাদের মক্কেল হিসাবে রাখাবার জন্য এইগুলি ব্যবহার করতে পারেন।
আপনার দলিলপত্রগুলি ভালভাবে রাখবেন
আপনার এই দলিলপত্রগুলি খুবই মূল্যবান এবং এগুলি যদি কোন অপরাধী ব্যক্তির হাতে পড়ে, তাহলে সে পয়সা রোজগারের জন্য সেগুলি বিক্রি করে দিতে পারে।
দয়া করে করবেন না:
আপনার বন্ধুরা যারা আপনার ভাল চায়, সবসময় তাদের কথা
শুনবেন না
আপনার যে সকল বন্ধুরা যারা আপনাকে, আপনার অবস্থা সম্বন্ধে গল্প বানিয়ে বলতে বলে, তাদের সম্বন্ধে সাবধান থাকবেন। সাধারনত: এর ফলে অনেক ঝামেলার সৃষ্টি হয়, এবং যদি এরকম করেন তাহলে আপনি (এবং আপনার বন্ধুরা) হয়ত অপরাধমূলক কাজ করছেন।
আহমেদের গল্প
আহমেদ এসেছিল চেচনিয়া থেকে এবং সে মুসলমান। তাকে অন্যরা বলেছিল যে, সে যে মুসলমান সে কথা না বলাই ভাল। কারন “পশ্চিম দেশের লোকেরা মুসলমানদের পছন্দ করে না।” দুর্ভাগ্যবশত: আহমেদ তাদের কথা বিশ্বাস করেছিল এবং কর্তৃপক্ষকে বলেছিল সে রাশিয়ান। এর ফলে এই দেশে তার এসাইলাম পাওয়ার যে আশা ছিল, সেটা নষ্ঠ হয়ে যায়।
এটা মনে করবেন না যে, যারা আপনার কাছে পয়সা চান, তারা সকলেই খারাপ।
পয়সা চাইলে যে খারাপ সব সময় এটা ঠিক নয়। অনেক ভাল উকিল অথবা উপদেশদাতা যারা লিগ্যাল এইডের কাজ করেন না। তাদের পক্ষে আপনার কাছে পয়সা চাওয়া স্বাভাবিক।
লিগ্যাল এইড
যাদের আর্থিক সঞ্চয় কম এবং রোজগারও কম, তাদের আইনের উপদেশ এবং সাহায্যের জন্য যে আর্থিক সাহায্য দেওয়া হয় তাকে বলা হয় লিগ্যাল এইড। যদি নাস (NASS) আপনাকে সাহায্য করে থাকে তাহলে স্বাভাবিকভাবেই এসাইলাম এবং ইমিগ্রেশনের/অভিবাসনের উপদেশের জন্য আপনার লিগ্যাল এইড পাওয়ার যোগ্যতা থাকে। দি লিগ্যাল সার্ভিস কমিশন (LSC) তাদের তালিকাভুক্ত উকিলদের অর্থদান করে থাকেন।
টাকা পয়সা অথবা উপহারের দ্বারা প্রভাবিত হবেন না
কোন উকিল অথবা উপদেশদাতা আপনাকে তাদের মক্কেল করে রাখার জন্য যদি টাকা পয়সা অথবা মোবাইল ফোন উপহার হিসাবে দিতে চায় তাহলে তার মানে হল সে একজন অক্ষম প্রতারক। যদিও সেই সময় এই উপহারগুলি হয়ত আকর্ষনীয় মনে হয়ে ছিল, কিন্তু এর ফলে আপনি যদি আপনার এসাইলাম কেসে হেরে যান, তাহলে এই উপহারগুলির কোন মূল্য থাকবে না।
যখন লোকেরা তাদের অতীতের অভিজ্ঞতাগুলির বর্ননা করে, তখন তারা যে ভুলগুলি করে থাকে
যখন আপনি প্রথম ইউ কে তে এসে পৌছান, তখন আপনি হয়ত ক্লান্ত, ভীত এবং খুব একা বোধ করছেন। সম্ভবত: আপনার প্রধান চিন্তা হল যে আপনাকে দেশের ভেতরে ঢুকতে দেওয়া হবে কি না। আপনার নিজের সম্বন্ধে হোম অফিসকে কিছু বলতে হয়ত আপনি ভয় পাচ্ছেন। অথবা হয়ত আপনি সবচাইতে বেশী যেটা চাইছেন, সেটা পাওয়ার জন্য যা খুশী বলতে রাজী আছেন - যেমন নিরাপদে বাস করবার জন্য একটি স্থান। অন্যরা যারা এই ভুলগুলি করেছেন, দয়া করে তাদের মত ভুল করবেন না। যদি আপনিও এই ভুল করে থাকেন, তাহলে আপনার কেসর হেরে যাওয়ার এবং যে দেশ থেকে এসেছেন, তাহলে সেই দেশে আবার ফিরে যাওয়ার ঝুঁকি নিচ্ছেন।
দয়া করে করুন:
সব সত্যি কথা খুলে বলুন
হোম অফিস যদি বুঝতে পারে যে আপনি মিথ্যা কথা বলছেন - যদি একটা মাত্র কথাও মিথ্যা বলে থাকেন, এবং আপনার বাকী সব কথাগুলি যদি সত্যিও হয়ে থাকে, তাহলেও হোম অফিস হয়ত: বিশ্বাস করবে না। তারা মনে করবে যে আপনাকে বিশ্বাস করা যাবে না এবং আপনি মিথ্যা কথা বলে থাকেন।
যথেষ্ট পরিমানে বিশদ বিবরন দিন
এটা উল্লেখযোগ্য যে প্রথমবার যখন আপনি হোম অফিসে যাবেন তখনই আপনার সম্বন্ধে যতটা সম্ভব তথ্য তাদের দিন। আপনি যদি পরে আপনার বিবৃতি পরিবর্তন করেন অথবা আরও বাড়তি কিছু বলেন, তাহলে তারা মনে করবে যে আপনার কেস জিতবার জন্য আপনি মিথ্যা কথা বলছেন।
ফেলিপের গল্প:
যখন ফেলিপকে জিজ্ঞাসা করা হয়েছিল যে কতবার তাকে ‘আটকে রাখা বা ডিটেইন’ করা হয়েছে, সে তখন ঘাড় ঝাঁকিয়ে বলেছিল ‘একবার’। এই কথাটা বলার সময় সে কেবল শেষবার যখন তাকে দুই মাসের জন্য আটকে রাখা হয়েছিল এবং যার ফলে তাকে দেশ ছেড়ে চলে আসতে হয়েছিল, সে কেবল সেটার কথাই ভাবছিল। পরে যখন তার উপদেশদাতা সম্পূর্ণ বিবৃতি নিলেন, তখন দেখা গেল যে সারা জীবন ধরে পুলিশ তাকে অনেকবার আটকে রেখেছে, প্রায়ই এক ঘন্টা বা দুই ঘন্টা করে। ফেলিপে এই ভাবে আটক থাকাতে এত অভ্যস্ত হয়ে গেছে যে সে আর এটাকে পুলিশের আটকে রাখা বলে ভাবে না - এটা হয়ে গেছে তার জীবনের অঙ্গ।
পরে সে যখন তার অন্যান্য তথ্যগুলিও বিবৃতির অন্তর্ভুক্ত করল, তখন হোম অফিস মনে করল যে ফেলিপে তার কেসের সাফল্যতা বাড়ানোর জন্য সব কিছু বাড়িয়ে বলছে। এর ফলে তার বিবৃতির বিশ্বাস যোগ্যতা আরও কমে গেল।
যে ঘটনাগুলি ঘটেছে, হয়ত: সেগুলি লজ্জাজনক, গোপন অথবা বেদনাদায়ক, তবুও সেগুলি সব উল্লেখ করুন
কোন ব্যক্তি যাকে আপনি চেনেন না বা কোনদিন দেখা হয়নি, তাকে বিশ্বাস করে আপনার নিজের কথা বলা, যেমন, আপনার উপরে যৌন অত্যাচার বা রেপ, অথবা অন্যান্য ধরনের অত্যাচার করা হয়েছে, সেগুলি বলা খুব কঠিন। কিন্তু এটা খুবই উল্লেখযোগ্য যে আপনি তাকে সব কথা খুলে বলেন, না হলে আপনি আপনার কেসে হেরে যেতে পারেন। আপনি যদি মহিলা হন এবং সেইজন্য আপনি হয়ত একজন মহিলার সঙ্গে কথা বলতে চান অথবা আপনি যদি একজন পুরুষ এবং একজন পুরুষ মানুষের সঙ্গে কথা বলতে চান, তাহলে সেটা আপনার উকিল অথবা উপদেশদাতাকে খুলে বলুন।
মনে রাখবেন কিছু কিছু শব্দের হয়ত ইউ কে তে অন্যরকম মানে হয়।
এর উদাহরন হল, যারা অনেকেই ইউ কে তে বাইরে থেকে আসেন, অনেকসময় তারা যাদের সঙ্গে তাদের কোন রক্তের সম্পর্ক বা আত্মীয়তা নেই তাদেরকেও ‘ভাই’, ‘বোন’ অথবা ‘সন্তান’ বলে উল্লেখ করেন। তারা এটা বুঝতে পারেন না যে এই শব্দগুলি ইউ কে তে বিশেষভাবে (রক্তের সম্পর্ক থাকলে) ব্যবহার করা হয় । আপনি যদি হোম অফিসকে বলেন যে কোন ব্যক্তি আপনার ‘ভাই’ কিন্তু সে আসলে তার সঙ্গে আপনার রক্তের সম্পর্ক বা আত্মীয়তা নেই, তাহলে তিনি হয়ত ভাবতে পারেন যে আপনি মিথ্যা কথা বলছেন এবং তারা মনে করে নেন যে আপনি অন্যান্য ব্যাপারগুলির ব্যাপারেও মিথ্যা কথা বলতে পারেন।
ভুলগুলির ব্যাপারে আপত্তি করুন
যদি হোম অফিস আপনার ব্যক্তিগত বিষয়গুলি ভুলভাবে লিখে থাকে অথবা নামের বানান বা জায়গার নাম ভুল করে থাকে, তাহলে যত তাড়াতাড়ি সম্ভব সেটা তাদের বলুন। যদি আপনি তা না করে থাকেন তাহলে এটা নিয়ে সমস্যা হতে পারে। উদাহরন হল, আপনার কেসে সহায়তা করার জন্য যে প্রমানগুলি দেখিয়েছেন তার সঙ্গে যদি এইগুলি না মেলে। এই ভুলগুলি সম্বন্ধে যদি আপনি নিজে হোম অফিসকে বলতে অসুবিধা বোধ করেন, তাহলে আপনার উকিল অথবা উপদেশদাতাবলতে বলুন।
দয়া করে করবেন না:
ইচ্ছা করে কোন কিছু বাদ দেবেন না
ইচ্ছা করে কোন কিছু বাদ দেওয়াও হচ্ছে মিথ্যা, এবং এটা যদি জানা যায় যে আপনি ইচ্ছা করে কোন কিছু বাদ দিয়েছেন তাহলে আপনার এসাইলাম পাওয়ার সুযোগ কম।
যদিও আপনি মনে করেন যে কোন একটা ব্যাপার উল্লেখযোগ্য নয়, তাহলেও সেগুলি বাদ দেবেন না
প্রত্যেকটি বিবরন, যেটা আপনার কাছে যতই ছোট বা তুচ্ছ মনে হোক না কেন, সেগুলিও ধর্তব্যের মধ্যে আসবে। কোনটা দরকারী আর কোনটা দরকারী নয় সেটা হোম অফিস এবং আপনার উকিল অথবা উপদেশদাতাকে ঠিক করতে দিন। আপনি যদি কোন কিছু বাদ দিয়ে থাকেন তাহলে আপনার উকিল অথবা উপদেশদাতার পক্ষে সাফল্যজনকভাবে আপনাকে সাহায্য করা কঠিন হয়ে পড়বে। সেই সঙ্গে আপনি যদি কোন কিছু মনে করতে না পারেন যেমন একটা নাম, তারিখ অথবা স্থান তাহলে সেটা বানিয়ে বলার চেষ্টা করবেন না।
কখনও এমন কিছু বানিয়ে বলবেন না, যেটা আপনি মনে করছেন যে হোম অফিস শুনতে চাইছে
সত্যি কথা বলার পরিবর্তে ইমিগ্রেশন/অভিবাসন অফিসার কি শুনতে চাইছেন, সেটা যদি আপনি অনুমান করতে আরম্ভ করেন, তাহলে আপনি নিজের জন্য কঠিন সমস্যার সৃষ্টি করবেন।
বিভিন্ন ধরনের উপদেশদাতারা
‘ল’ সোসাইটির কাছে, তাদের অনুমোদিত ইমিগ্রেশন/অভিবাসনের এবং এসাইলামের উকিল অথবা উপদেশদাতাদের তালিকা এবং কিভাবে তাদের সঙ্গে যোগাযোগ করা যাবে সেই তালিকা থাকে। এই সব তথ্যগুলি ইন্টারনেটের নিম্নলিখিত ওয়েবসাইটে পাওয়া যাবে।
www.lawsociety.org.uk/professional/accreditationpanels/lawpanel.law#top
জনসাধারনের ফান্ড থেকে অর্থদান
লিগ্যাল সার্ভিস কমিশন(LSC) কিছু কিছু উকিল অথবা উপদেশদাতাদের তাদের সেবা প্রদানের জন্য অর্থদান করে থাকেন। এটাকে বলা হয় লিগ্যাল এইডের কাজ। যে সকল ব্যক্তিদের খুব কম পরিমানে সঞ্চিত অর্থ আছে এবং যাদের রোজগার কম তাদেরকে বিনা পয়সায় উপদেশ দেওয়ার জন্য এই লিগ্যাল এইড সাহায্য করে থাকে।
লিগ্যাল এইডের উকিল অথবা উপদেশদাতারা কেবল মাত্র সীমিত সময় আপনার কেসের জন্য দিতে পারেন, ধরুন প্রথমে আরম্ভের সময়ে পাঁচ ঘন্টা, এবং তারপরে তাদের আরও সময়ের জন্য আবেদন করতে হবে। যদি আপনার কেসের ব্যাপারে এরকম হয়, তার মানে এই নয় যে আপনার উকিল অথবা উপদেশদাতা ভাল কাজ করেন না। এর মানে হল তাদের এই নিয়ম অনুসারে কাজ করতে হবে।
আপনার আইনের খরচের ব্যাপারে সাহায্য
“আমার কোন পয়সা নেই, অতএব আমি কোন ‘উকিল অথবা উপদেশদাতাদের পয়সা দিতে পারব না।’ আপনাকে হয়ত কোন পয়সা দিতে হবে না। আপনি যদি নাস (NASS) থেকে সাহায্য পেয়ে থাকেন, তাহলে আপনি আপনার এসাইলামের ব্যাপারে, যে সকল উকিল অথবা উপদেশদাতারা লিগ্যাল এইডের কাজ করে থাকেন, তাদের কাছ থেকে বিনা পয়সায় উপদেশ পাবেন।
আপনি লিগ্যাল এইড পাবেন কি না যদি সে সম্বন্ধে জানতে চান এবং আপনার ইন্টারনেট ব্যবহার করার সুযোগ আছে তাহলে আপনি নীচের ওয়েবসাইটে সে সম্বন্ধে দেখতে পারেন।
www.clsdirect.org.uk/legalhelp/calculator.jsp?lang=en
প্রাইভেট অর্থ ভান্ডার (প্রাইভেটলি ফান্ডেড)
অন্যান্য উকিল অথবা উপদেশদাতারা তাদের কাজের জন্য মূল্য নিয়ে থাকেন। আপনার যদি লিগ্যাল এইড পাওয়ার যোগ্যতা থাকে, তাহলে আপনার যে সকল উকিল অথবা উপদেশদাতারা লিগ্যাল এইডের কাজ করে থাকেন, আপনার তাদের কাছেই যাওয়া উচিত এবং প্রাইভেট উকিল অথবা উপদেশদাতাদের কাছে গিয়ে পয়সা খরচ করবার প্রয়োজন নেই। তবে এটা আপনার ইচ্ছার উপরে নির্ভর করে
উল্লেখযোগ্য ইঙ্গিতগুলি ১: এসাইলামের পদ্ধতি যাতে ভাল করে করা সম্ভব হয়, সেই ব্যাপারে সাহায্য করা
- আপনার উকিল অথবা উপদেশদাতাকে সব কিছু খুলে বলুন।
- আপনার অতীতের অভিজ্ঞতাগুলির যতটা সম্ভব বিস্তারিত বিবরন আপনার উকিল অথবা উপদেশদাতাকে দিন।
- আপনার উকিল অথবা উপদেশদাতাদের সঙ্গে যোগাযোগ বজায় রাখুন - এর ফলে আপনার কেসের ব্যাপারে কোন ভুল বা গন্ডগোল হওয়া এড়ানো যায়। যেমন, নির্দিষ্ট সময়সীমা অথবা উল্লেখযোগ্য ইন্টারভিউগুলি ভুলে যাওয়া
- আপনি যদি আপনার ঠিকানা এবং টেলিফোন নম্বর বদলান, তাহলে হোম অফিস এবং আপনার উকিল অথবা উপদেশদাতাকে জানান।
- আপনার ইমিগ্রেশনের/অভিবাসনের আসল দলিলপত্রগুলি নিজের কাছে কোথাও নিরাপদে রাখুন
- শুনানীগুলি, এ়পয়েন্টমেন্টগুলি এবং ইন্টারভিউগুলিতে সময়মত যোগদান করা নিশ্চিত করুন
উল্লেখযোগ্য ইঙ্গিতগুলি ২: আপনার উকিল অথবা উপদেশদাতারা আপনার জন্য ভাল কাজ করছেন কি না সেটা কিভাবে বলবেন।
- তারা কি আপনার কাছ থেকে বিশদভাবে বিবৃতি নিয়েছেন?
- তারা কি তারিখগুলি, সঠিক স্থানগুলি, জায়গায় নামগুলি, ঘটনার ধারাবাহিকতা, যে ঘটনার জন্য আপনি এসাইলাম চাইছেন, সেই ঘটনা এবং তার সঙ্গে সংযুক্ত ব্যক্তিদের সঙ্গে আপনার সম্পর্ক পরীক্ষা করে দেখেছেন?
- আপনার কেসের কতটা সাফল্যজনক হওয়ার সম্ভাবনা, তারা কি সেই বিষয়ে আপনাকে উপদেশ দিয়েছেন?
- তারা এসাইলামের পদ্ধতি সম্বন্ধে এবং আপনার কেস সম্বন্ধে এর পরে তারা কি করবেন, সেটা কি আপনাকে পরিষ্কার ভাবে বর্ননা করেছেন?
- তারা কি উল্লেখযোগ্য দলিলপত্রগুলির , যার মধ্যে আছে আপনার কেস সম্বন্ধে হোম অফিস অথবা অন্যান্য যাদের কাছে চিঠি পাঠানো হয়েছে, সেগুলির কপি, কি আপনাকে দিয়েছেন?
- আপনি তাদের কাছে কি আশা করতে পারেন এবং তারা আপনার কাছ থেকে কি আশা করতে পারেন সেটা কি তারা আপনাকে বুঝিয়ে বলেছেন?
- তাদের কাজ সম্বন্ধে যদি নালিশ করতে হয়, তাহলে কিভাবে সেটা করবেন, সেই সম্বন্ধে কি তারা আপনাকে বুঝিয়ে বলেছেন?
যদি উপরে বর্নিত সব প্রশ্নগুলির উত্তর ‘হ্যাঁ’ হয়, তাহলে আপনার উকিল অথবা উপদেশদাতা মোটামুটি ভাল কাজ করছেন, সে সম্বন্ধে আপনি নিশ্চিত হতে পারেন।
ইন্টারপ্রেটাররা
- দোভাষি বা ইন্টারপ্রেটারদের আপনাকে আইনের পরামর্শ দেওয়া উচিত না - এটা হচ্ছে বে আইনি
- যদিও অন্য কোন ব্যক্তির সঙ্গে নিজের ভাষায় কথা বললে ভাল লাগে, তাহলেও মনে রাখবেন যে দোভাষি বা ইন্টারপ্রেটাররা আইনের বিষয়ে বিশেষজ্ঞ নন এবং কখনও কখনও অসত্ উকিল অথবা উপদেশদাতারা নূতন মক্কেল ধরবার জন্য, ইন্টারভিউ করার জন্য, এবং উপদেশ/এ়ডভাইস দেওয়ার জন্য দোভাষি বা ইন্টারপ্রেটারদের ব্যবহার করেন।
- আপনার যদি মনে হয় যে একজন দোভাষি বা ইন্টারপ্রেটার আপনি যেটা বলছেন সেটা তিনি ঠিকভাবে বলছেন না, তাহলে আপনার উকিল অথবা উপদেশদাতাদের অথবা হোম অফিসের কর্মচারীদের সঙ্গে সঙ্গে সেটা জানানো উচিত্, যদি এর ফলে ইন্টারভিউ করা বন্ধ হয়ে যায় তাহলেও। আপনি তাদের সঙ্গে তাদের ভাষায় কথা বলতে না পারলেও, দোভাষি বা ইন্টারপ্রেটার যে ভাবে ইন্টারপ্রেট করছে এবংআপনি যে তাতে খুশী নন, সেটা তাদের পরিষ্কার ভাবে বোঝাবার চেষ্টা করুন।
আপনি যদি আপনার উকিল অথবা উপদেশদাতাদের কাজকর্ম সম্বন্ধে সন্তুষ্ট না হন, তাহলে কিভাবে তাদের বদলাবেন।
আপনার ভাল উপদেশ পাওয়ার অধিকার আছে। আপনার উকিল অথবা উপদেশদাতারা আপনার জন্য যে কাজ করছেন, সেই কাজ সম্বন্ধে আপনি যদি সন্তুষ্ট না হন তাহলে আপনার নালিশ করবার অধিকার আছে। তবে মনে রাখবেন যে, যেহেতু আপনার উকিল অথবা উপদেশদাতা, আপনি যা শুনতে চাইছেন সেটা বলছেন না, তার মানে এই নয় যে তারা ভাল কাজ করছেন না বা তাদের কাজ খারাপ।
উকিল অথবা উপদেশদাতা বদলানোর ব্যাপারটা আপনার হালকাভাবে নেওয়া উচিত নয়, তবে আপনি যদি তার কাছ থেকে খারাপ ধরনের উপদেশ পেয়ে থাকেন, তাহলে আপনাকে হয়ত তাকে বদলানোর ব্যবস্থা করতে হবে। আপনি যদি লিগ্যাল এইড পান, তাহলে একমাত্র খুব ভাল কারন হলেই উকিল অথবা উপদেশদাতা বদলাতে পারবেন। আপনি যদি আপনার উকিল অথবা উপদেশদাতা বদলাতে চান, তাহলে আপনার কেস আরম্ভ হওয়ার পর যত তাড়াতাড়ি সম্ভব তাকে বদলানো ভাল। দুইজন উকিলঅথবা উপদেশদাতা এক সঙ্গে আপনার জন্য কাজ করতে পারেন না।
আপনি পুরানো উকিল অথবা উপদেশদাতা ছাড়বার আগেই নূতন উকিল অথবা উপদেশদাতা যাতে আপনার কেস নিয়ে নেন সেটা নিশ্চিত করবেন। খুব কম উকিল অথবা উপদেশদাতা অন্য একজন উকিল অথবা উপদেশদাতার কাছ থেকে কেস নিতে পছন্দ করেন । এর জন্য এটা উল্লেখযোগ্য যে আপনি প্রথমেই একজন ভাল উকিল অথবা উপদেশদাতার কাছে যান।
আপনি যদি আপনার কাছাকাছি কোন উকিল অথবা উপদেশদাতা না পান, তাহলে আপনাকে হয়ত দূরে যেতে হবে। আপনি যদি লিগ্যাল এইড পান, তাহলে আপনি হয়ত যাতায়াতের খরচা পেতে পারেন। আপনি আপনার নূতন উকিল অথবা উপদেশদাতার সঙ্গে দেখা করতে যাওয়ার আগে তার সঙ্গে এই ব্যাপারে আলোচনা করুন।
কিভাবে নালিশ করবেন
কার সম্বন্ধে নালিশ করতে পারেন
আপনার যদি মনে হয় যে আপনার উকিল অথবা উপদেশদাতা আপনার সঙ্গে খারাপ ব্যবহার করেছেন অথবা আপনাকে খারাপ উপদেশ দিয়েছেন, তাহলে আপনি তাদের নালিশের পদ্ধতি ব্যবহার করে অথবা অফিস অফ দি ইমিগ্রেশন সার্ভিসেস কমিশনারের (OISC) কাছে নালিশ জানাতে পারেন। এটা আপনার পক্ষে করা নিরাপদ, দি ইমিগ্রেশন সার্ভিসেস কমিশনারের অফিস আপনার ব্যক্তিগত কোন তথ্য হোম অফিসকে জানাবে না উদাহরন হল, যদিও আপনি ইউ কে তে বে আইনি ভাবে বসবাস করছেন।
যদিও আপনি কোন উকিল অথবা উপদেশদাতা দি ইমিগ্রেশন সার্ভিসেস কমিশনারের মাধ্যমে পান নি, তাহলেও আপনি তাদের বিরুদ্ধে নালিশ জানাতে পারেন। দি ইমিগ্রেশন সার্ভিসেস কমিশনার সর্বদাই চেষ্টা করে যে সব উপদেশদাতারাই ভাল উপদেশ দেন, এবং তারা সব নালিশগুলিকে গুরুত্ব দেন।
আপনি কি কি ব্যাপারে নালিশ করতে পারেন
আপনার উকিল অথবা উপদেশদাতা আপনাকে ইমিগ্রেশন/অভিবাসনের ব্যাপারে যে উপদেশ দিয়েছেন, সেই ব্যাপারে কোন সমস্যা সম্বন্ধে নালিশ করতে পারেন। এর ভিতর থাকতে পারে:
- খারাপ উপদেশ
- খারাপ সেবা ব্যবস্থা যেমন, তিনি কি করছেন, সেটা আপনাকে বুঝিয়ে বলছেন না
- আপনার অতীতের অভিজ্ঞতার বিস্তারিত বিবরন না নেওয়া
- তিনি তার কাজে কতটা সাফল্যলাভ করেছেন, সে সম্বন্ধে মিথ্যা দাবী জানানো
- তার কাজের জন্য অযৌক্তিক মূল্য চাওয়া এবং/অথবা যে কাজ করেননি তার জন্যও অর্থ দাবী করা
- আপনাকে মিথ্যা অথবা ভুল বিবৃতি দিতে বলা
- সময়সীমার মধ্যে কাজ না করা
- কোর্টে না যাওয়া
নালিশ জানানোর আপনার জন্য যদি একজন দোভাষী বা ইন্টারপ্রেটারের প্রয়োজন হয়, তাহলে দি ইমিগ্রেশন সার্ভিসেস কমিশনার(OISC) তার ব্যবস্থা করতে পারে।
আপনার নালিশ সম্বন্ধে দি ইমিগ্রেশন সার্ভিসেস কমিশনার (OISC) কি করবেন
দি ইমিগ্রেশন সার্ভিসেস কমিশনার (OISC) আপনার নালিশটি পরীক্ষা করে দেখবেন এবং এ সম্বন্ধে কি করা যায় সেটা ঠিক করবেন। যদি আপনার উপদেশদাতা আইনের বিরুদ্ধে কাজ করেন অথবা আপনাকে খারাপ উপদেশ দিয়ে থাকেন, তাহলে তারা হয়ত, সেই উপদেশদাতা যাতে আর কাজ করতে না পারেন সেই ব্যবস্থা নিতে পারেন।
দি ইমিগ্রেশন সার্ভিসেস কমিশনার (OISC) হোম অফিসে আপনার আবেদনের ব্যাপার অথবা হোম অফিস সম্বন্ধে নালিশের ব্যাপারে কিছু করতে পারবে না।
দি ইমিগ্রেশন সার্ভিসেস কমিশনার (OISC) ওয়েবসাইটে নালিশ জানানোর জন্য ২৫টি ভাষায় ফর্ম পাওয়া যায়। দি ইমিগ্রেশন সার্ভিসেস কমিশনারের (OISC) ওয়েবসাইট হল www.oisc.org.uk/complaints/00-start-complaints.asp অথবা তাদের ০৮৪৫ ০০০ ০০৪৬ নম্বরে ফোন করেও নালিশ করতে পারেন।
কিভাবে ভাল উপদেশ পেতে পারেন
নিম্নলিখিত সংস্থাগুলিকে বিশ্বাস করতে পারেন, এবং তারা আপনার একজন ভাল উকিল অথবা উপদেশদাতা সম্বন্ধে খবর দিতে পারবেন।
দি অফিস অফ ইমিগ্রেশন সার্ভিস কমিশনার(OISC)। নিম্নলিখিত ওয়েবসাইট থেকে অনলাইনে www.oisc.org.uk/adviser-finder/00-adviser-finder.asp উপদেশ পেতে পারবেন
টেলিফোনম ০৮৪৫ ০০০ ০০৪৬
কমিউনিটি লিগাল সার্ভিস ডাইরেক্ট, যে সকল উকিল অথবা এ়ডভাইজাররা এসাইলাম কেসের ব্যাপারে বিশেষজ্ঞ, এবং যারা লিগ্যাল এইডের অনুমোদিত হিসাবে উপদেশ দিতে পারেন, আপনাকে সেই সকল উকিল অথবা এ়ডভাইজারদের কাছে পাঠাতে পারেন। www.clsdirect.org.uk/directory/directorySearch?lang=en টেলিফোন” ০৮৪৫ ৩৪৫ ৪ ৩৪৫
দি ল সোসাইটি অনুমোদিত ইমিগ্রেশন/অভিবাসন এবং এসাইলাম সম্বন্ধে যারা উপদেশ দিয়ে থাকেন নামের তালিকা এবং বিস্তারিত বিবরন তাদের কাছে রাখেন। আপনি নিম্নলিখিত ওয়েবসাইটে সেগুলি পাবেন www.lawsociety.org.uk/professional/accreditationpanels/lawpanel.law#top
দি ইমিগ্রেশন ল প্র্যাক্টিশনারস এ়সোসিয়েশন (ILPA) ওয়েবসাইটে মেম্বারদের ডাইরেক্টরি/তালিকা আছে। www.ilpa.org.uk/ টেলিফোন ০২০ ৭২৫১ ৮৩৮৩
কোন উকিল অথবা উপদেশদাতার জানালায় বা নোট পেপারে এই চিহ্ন আছে কি না সেটা খুজেঁ দেখা ভাল।
আপনি যদি এই সব সংস্থা সম্বন্ধে আরও জানবার জন্য ইন্টারনেটে দেখতে চান, তাহলে আপনার স্থানীয় লাইব্রেরীতে যান। সেখানে আপনি বিনামূল্যে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। এ ছাড়াও আপনি ‘ইন্টানেট কাফে’ যেগুলি বড় বড় রাস্তায় অনেক আছে, সেখানে যেতে পারেন। তবে সেখানে আপনাকে পয়সা দিতে হবে।
নিম্নলিখিত সংস্থাগুলি হচ্ছে স্বেচ্ছাসেবী এবং স্বাধীন সংস্থা, যারা এসাইলাম সিকারদের সঙ্গে কাজ করে। এদের মধ্যে অনেকেই আপনাকে একজন উকিল অথবা উপদেশদাতার কাছে পাঠাতে পারবে।
এসাইলাম এইড
এটা হচ্ছে স্বেচ্ছাসেবী সংস্থা, তারা এসাইলাম সিকারদের বিনা পয়সায় উপদেশ দিয়ে থাকে এবং তাদের প্রতিনিধিত্ব করে থাকে।
এ়ডভাইস লাইন: ০২০ ৭২৪৭ ৮৭৪১
টেলিফোন: ০২০ ৭৩৭৭ ৫১২৩
মাইগ্রেন্ট হেল্প লাইন
এটা হচ্ছে একটা স্বেচ্ছাসেবী সংস্থা। যে সকল এসাইলাম সিকাররা ইউ কে তে আসছেন এবং বসবাস করছেন, এই সংস্থা তাদের উপদেশ এবং সহায়তা করে থাকেন।
টেলিফোন: ০২০ ৮৭৭৪ ০০০২
দি মেডিকেল ফাউন্ডেশন ফর দি ভিক্টিম অফ টর্চার
যারা অত্যাচার এবং দলবদ্ধ আক্রমন/অত্যাচার ভোগ করেছেন, এই স্বেচ্ছাসেবী সংস্থা তাদের যত্ন প্রদান করে এবং পুনর্বাসনের ব্যাপারে সাহায্য প্রদান করে।
টেলিফোন:০২০ ৭৬৯৭ ৭৭৭৭
রেফিউজি কাউন্সিল
এটি একটি স্বেচ্ছাসেবী সংস্থা। তারা এসাইলাম সিকারদের এবং রেফিউজিদের সাহায্য এবং সহায়তা প্রদান করে থাকে।
টেলিফোন; লন্ডন ০২০ ৭৩৪৬ ৬৭৭৭। কার্ডিফ ০২৯ ২০৪৮ ৯৮০০
রেফিউজি এ়কশন
এটি একটি স্বেচ্ছাসেবী সংস্থা, যেটি এসাইলাম সিকারদের উপদেশ এবং তথ্য প্রদান করে থাকে।
টেলিফোন: ০২০ ৭৬৫৪৭৭০০
রেফিউজি এ়রাইভাল প্রজেক্ট
এটি একটি স্বেচ্ছাসেবী সংস্থা, যেটি এই দেশে নূতন আসা এসাইলাম সিকারদের উপদেশ এবং ইউ কে তে তাদের দাবীর যোগ্যতা সম্বন্ধে সহায়তা করে থাকে।
টেলিফোন: ০২০ ৮৭৫৯ ৫৭৪০
ইউ কে লেসবিয়ান এ়ন্ড গে ইমিগ্রেশন গ্রুপ
এটি একটি স্বেচ্ছাসেবী সংস্থা, যেটি সমকামী মহিলা/লেসবিয়ান এবং সমকামী পুরুষ/গে এসাইলাম সিকারদের জন্য উপদেশ দিয়ে থাকে।
http://www.uklgig.org.uk/Solicitors.htm
টেলিফোন: ০২০ ৭৬২০ ৬০১০
পরিভাষা/জারগনগুলির মানে কি?
হোম অফিস
হোম অফিস হল ইউ-কের একটি সরকারী বিভাগ। ইমিগ্রেশন/অভিবাসন, পুলিশ, কোর্ট এবং জেলখানাগুলির দায়িত্ব হল এই বিভাগের।
ল সোসাইটি
ল সোসাইটি ইংল্যান্ডে এবং ওয়েলসে উকিলদের প্রতিনিধিত্ব করে থাকে এবং তারা যাতে কাজের মান এবং নীতিগতভাবে সেবার মান বজায় রাখেন সেদিকে দৃষ্টি রাখে।
দি লিগ্যাল সার্ভিস কমিশন
লিগ্যাল সার্ভিস কমিশন ইংল্যান্ডে এবং ওয়েলসে লিগ্যাল এইড ব্যবস্থার দেখাশোনা করে থাকেন এবং জনসাধারন যাতে তাদের সমস্যার মোকাবিলা করবার জন্য তথ্য, উপদেশ এবং আইনের সাহায্য পান, সেটা নিশ্চিত করেন।
লিগ্যাল এইড
যে সকল ব্যক্তিদের অর্থ সঞ্চয়ের পরিমান অথবা রোজগার খুব কম তারা যাতে আইনের উপদেশ এবং সাহায্য পান, সেইজন্য জনসাধারনের অর্থভান্ডার থেকে তাদের এই আর্থিক সাহায্য দেওয়া হয়ে থাকে।
নাস
দি ন্যাশনাল এ়সাইলাম সাপোর্ট সার্ভিস, (NASS), এসাইলাম সিকারদের, যাদের আবেদন হোম অফিস বিবেচনা করছে তখন তাদের জন্য সহায়তার, বাসস্থানের এবং আর্থিক সাহায্যের ব্যবস্থা করেন।
অফিস অফ ইমিগ্রেশন সার্ভিসেস কমিশনার
দি অফিস অফ ইমিগ্রেশন সার্ভিসেস কমিশনার (OISC) হচ্ছে একটি স্বাধীন জনসাধারনের সংস্থা। এই সংস্থা স্থাপন করা হয়েছে এই উদ্দেশ্য নিয়ে, যাতে এসাইলাম এবং ইমিগ্রেশন/অভিবাসনের উপদেশদাতারা, তাদের কাজে সক্ষম এবং তারা তাদের মক্কেলদের ভালোর জন্য কাজ করছেন, সেটা নিশ্চিত করার জন্য। এই সংস্থা হোম অফিসের অংশ নয়।
বিবৃতি/স্টেটমেন্ট
এটা হচ্ছে কি কি তথ্য এবং ঘটনা আপনার ইউ কে তে পৌঁছানোর আগ পর্যন্ত ঘটেছে তার আনুষ্ঠানিক বর্ননা।
This document was provided by Advicenow, June 2006, www.advicenow.org.uk.