ইউ কে তে এ়সাইলাম সিকার/আবেদনকারীদেরজন্য সহায়তাগুলি
Support for asylum seekers in the UK
আপনি যদি ইউ কে তে একজন ইউ কে তে এ়সাইলাম সিকার/আবেদনকারীদের জন্য সহায়তাগুলি
হন তাহলে যখন আপনার আবেদনের বিবেচনা করা হচ্ছে তখন আপনার সহায়তা পাওয়ার যোগ্যতা আছে (থাকার জন্য বাসস্থানের ব্যবস্থা, খাবার এবং কাপড়চোপড়ের জন্য আর্থিক সাহায্য)।
সামানের গল্প
আমি অনেক দেরী করে হিথ্রোতে এসে পৌঁছেছিলাম। সেখানে পৌছাবার পর একজন অফিসারকে বলেছিলাম যে আমি এ়সাইলামের দাবী করতে চাই। তিনি আমাকে আমার নাম, আমি কোথা থেকে এসেছি এবং কিভাবে আমি ইউ কে তে এসে পৌঁছেছি সেগুলি জিজ্ঞাসা করলেন। এর পর তিনি এয়ারপোর্টের কাছে একটা হোটেলে আমাকে পাঠালেন। সেখানে যারা কাজ করছিলেন তারা আমাকে খাবার খেতে এবং ঘুমানোর জন্য একটা ঘর দিলেন। পরের দিন সকালে তারা আমাকে একটা ফর্ম পূরণ করতে সাহায্য করলেন। তারা বলেছিলেন যে এটা হচ্ছে বাসস্থান এবং খাওয়ার পয়সার জন্য। সেই ফর্মে অনেকগুলি প্রশ্ন ছিল।
এর পর এক সপ্তাহ হয়ে গেছে এবং আমি এখনও উত্তরের জন্য অপেক্ষা করছি। এখান থেকে এরপর তারা আমাকে কোথায় পাঠাবে এবং আমাকে কোন পয়সা দেবে কি না, সে সম্বন্ধে আমার কোন ধারনা নেই। তারা যদি আমার আবেদন প্রত্যাখ্যান করে, তাহলে আমি জানিনা আমি কি করব।
আপনি যদি ইউ কে তে একজন ইউ কে তে এ়সাইলাম সিকার/আবেদনকারী হন, তাহলে যখন আপনার এ়সাইলামের দাবীর বিবেচনা করা হচ্ছে, তখন আপনার এ়সাইলামের সাপোর্ট/সহায়তা (এ়সাইলাম সিকার/আবেদনকারীদের জন্য সাহায্য দাবী করার যোগ্যতা আছে। (কোন খানে থাকার জন্য বাসস্থানের ব্যবস্থা এবং খাবার এবং কাপড়চোপড়ের জন্য আর্থিক সাহায্য)।। এটা গুরুত্বপূর্ন কারন যখন আপনার এ়সাইলামের দাবীর বিবেচনা করা হচ্ছে, তখন আপনাকে চাকরী করার জন্য অনুমতি দেওয়া হবে না। হোম অফিসের যে বিভাগের উপরে এসাইলাম সাপোর্টের দায়িত্ব আছে, সেটাকে বলা হয় বর্ডার এন্ড ইমিগ্রেশন এজেন্সি (বি আই এ)।
২০০৭ সালের এপ্রিল মাসের আগ পর্যন্ত যে বিভাগের এসাইলামের সহায্যের দায়িত্ব ছিল, তাকে বলা হত ন্যাশন্যাল এসাইলাম সাপোর্ট সার্ভিস্ (এস এ এস এস/নাস)
এ়সাইলামের সাহায্য কিভাবে পাওয়া যাবে এবং যদি আপনাকে এই সাহায্য দিতে প্রত্যাখ্যান করা হয় তাহলে কি করতে হবে এই নির্দেশিকায় সেটা বর্নণা করা হয়েছে।
আমি কি এসাইলামের সাহায্য পেতে পারি?
এ়সাইলামের সহায়তা পেতে হলে আপনার নিম্নলিখিত যোগ্যতাগুলি অবশ্যই থাকতে হবে:
আপনার বয়স কি ১৮ বত্সরের কম?
যে সকল বাচ্চাদের বয়স ১৮ বত্সরের কম একলা (আর একোম্পানিভ মাইনর) ইউ কে তে এসে পৌঁছেছেন, তারা এ়সাইলামের সাহায্যের দাবী করতে পারে না, তার বদলে স্থানীয় অধিকর্তা (কাউন্সিল) তাদের দেখাশোনা করেন।
- ইউরোপিয়ান কনভেনশন অফ হিউম্যান রাইটসের ৩ নম্বর ধারা (আর্টিক্যাল) অনুসারে এ়সাইলামের জন্য দাবী করেছেন।
- আপনার দাবী একটি ‘নির্দিষ্ট স্থানে/ডেজিগনেটেড প্লেসে’ করা হয়েছে - এর মানে হল হোম অফিসের স্ক্রীনিং ইউনিট ক্রয়ডনে, লিভারপুলে অথবা সলিহালে।
- বর্তমানে আপনার দাবী অথবা আপীলের বিবেচনা করা হচ্ছে।
- আপনার বয়স ১৮ বত্সর অথবা তার বেশী।
- আপনি নিঃস্ব। এর মানে হল আপনার নিজের জন্য এবং আপনার সন্তানদের জন্য কোন পয়সা নেই অথবা থাকবার জন্য কোন বাসস্থান নেই।
আপনার উপরে যদি নির্ভরশীল ব্যক্তিরা থাকেন, যেমন ১৮ বত্সরের কম বয়সের বাচ্চারা, স্বামী অথবা স্ত্রী থাকেন, তাহলে আপনি তাদের জন্য সাহায্য পাবেন।
কিভাবে বি আই এ আমাকে সহায়তা দেবে?
এ়সালাইমের সহায়তার জন্য দুইটি প্রধান ব্যবস্থা আছে। প্রথমটি হল যে সকল ব্যক্তিরা এ়সাইলামের দাবী করেছেন, তাদের জন্য। দ্বিতীয়টি হল যে সকল ব্যক্তিদের এ়সাইলামের আবেদন প্রত্যাখ্যান করা হয়েছে, তাদের মধ্যে কিছু কিছু ব্যক্তিদের জন্য।
“সেকশন ৯৫” এর সাহায্য
আপনি যখন এ়সাইলামের জন্য এবং সেই সঙ্গে সাহায্যের জন্য আবেদন করেন, তখন আপনাকে যে সাহায্য দেওয়া হয়, তাকে সাধারনতঃ বলা হয় সেকশন ৯৫ সাপোর্ট (সাহায্য)। যখন আপনার আবেদনের বিবেচনা করা হচ্ছে, তখন যে এসাইলামের সাহায্য দেওয়া হয়ে থাকে। আপনার জন্য বাসস্থানের এবং আপনার বয়স এবং অবস্থা অনুসারে সপ্তাহে ৩২ পাউন্ড অথবা ৪২ পাউন্ড দেওয়া হবে। এই সাহায্যের আবেদন করার জন্য আপনাকে অবশ্যই একটা ফর্ম পূরন করতে হবে। এই ফর্ম আপনি হোম অফিসের ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবেন অথবা আপনার কাছের ‘ওয়ান স্টপ সার্ভিস’ থেকে পাবেন। ‘ওয়ান স্টপ সার্ভিস’ আপনাকে এই ফর্ম পূরণ করতে সাহায্য করতে পারে এবং আপনার হয়ে সেই ফর্ম বি আই তে পাঠাতে পারে।
বি আই এ যখন আপনার আবেদন অনুমোদন করবে, তখন আপনাকে থাকবার জন্য বাসস্থান এবং খাদ্য এবং অন্যান্য খরচের জন্য পয়সা দেওয়া হবে। আপনি কোথায় বাস করবেন, এই ব্যাপারে আপনার কোন নিয়ন্ত্রণ থাকবে না। বেশীর ভাগ এ়সাইলাম সিকার/আবেদনকারীদের এখন এই দেশে পৌঁছাবার অল্পদিন পরেই দেশের বিভিন্ন অংশে পাঠিয়ে দেওয়া হয়। এটাকে বলা হয় দলভঙ্গ/ ডিসপার্সাল। কেবলমাত্র কোন বিশেষ ক্ষেত্রে কিছু কিছু এ়সাইলাম সিকার/আবেদনকারীদের লন্ডনে থাকতে দেওয়া হয়।
আপনার যদি বাসস্থানের ব্যবস্থা থাকে তাহলে আপনি কেবলমাত্র আর্থিক সাহায্যের অংশের জন্য আবেদন করতে পারবেন। এটাকে বলা হয় কেবলমাত্র জীবনধারন করার মত সাহায্য। আপনার সবচাইতে কাছের ওয়ান স্টপ সার্ভিস থেকে এই সাহায্য পেতে পারেন।
আমি কত দিনের জন্য এই সাহায্য পাব?
যাদের পরিবারের কম বয়সের নির্ভরশীল সন্তান আছে
আপনার যদি আপনার উপরে নির্ভিরশীল সন্তান থাকে, তাহলে যতদিন পর্য্যন্ত আপনি ইউ কে ছেড়ে চলে না যান অথবা আপনার সর্বকনিষ্ঠ সন্তানের বয়স ১৮ বত্সর না হওয়া পর্য্যন্ত।
আপনার এ়সাইলামের আবেদনের ব্যাপারে সর্বশেষ সিদ্ধান্ত না পাওয়া পর্যন্ত আপনি এই সাহায্য পাবেন। আপীলের সময়ও এর অন্তর্ভুক্ত। আপনাকে যদি এই দেশে বরাবরের জন্য থাকার/লিভ টু রিমেইন দেওয়া হয়, তাহলে যেদিন আপনি এই সিদ্ধান্ত পেয়েছেন, সেইদিন থেকে ২৮ দিনের ভিতরে আপনার এই সাহায্য বন্ধ হয়ে যাবে। এর পর আপনি চাকরী করতে অথবা ওয়েলফেয়ার বেনিফিটের যেমন ইন্কাম সাপোর্ট অথবা জব সিকার্স এ়লাউন্সের জন্য দাবী জানাতে পারবেন।
আপনার এ়সাইলামের আবেদন (যার মধ্যে আপীলের পদ্ধতিও অন্তর্ভুক্ত)। যদি প্রত্যাখ্যাত হয়, তাহলে আপনার আর এ়সাইলাম সাপোর্ট পাওয়ার যোগ্যতা থাকবে না। আপনার এ়সাইলামের সিদ্ধান্ত পাওয়ার দিন থেকে ২১ দিন পর এই সাহায্য বন্ধ হয়ে যাবে। এই সময় হোম অফিস আশা করবে যে আপনি নিজের দেশে ফিরে যাওয়ার ব্যবস্থা করবেন। তবে যদি কোন কারণে আপনি ইউ কে তে ছেড়ে চলে যেতে না পারেন, তাহলে আপনার হয়ত সেকশন ৪ সাহায্য পাওয়ার যোগ্যতা থাকতে পারে।
যেসব এ়সাইলাম সিকার/আবেদনকারীদেরআবেদন সাফল্যজনক হয় নি তাদের জন্য “সেকশন ৪” এর সাহায্য ।
আপনার এ়সাইলামের আবেদন যদি সাফল্যজনক না হয় তাহলে, আপনি হয়ত সেকশন ৪ এর সাহায্য পেতে পারেন। তবে কে কে এই সাহায্য পেতে পারেন।। সেই বিষয়ে নিয়মগুলি খুব কঠিন। প্রথমে আপনাকে নিঃস্ব হতে হবে। দ্বিতীয়ত নিম্নলিখিত মানগুলির মধ্যে অন্ততঃ একটা আপনার ক্ষেত্রে খাটতে হবে।
নিঃস্ব
এর মানে হল আপনার এবং আপনার সন্তানদের জন্য আপনার কাছে যথেষ্ট পয়সা নেই অথবা আপনারদের বাস করার জন্য কোন স্থান নেই।
- আপনি নিজের দেশে ফিরে যাওয়ার জন্য আবেদন করেছেন এবং এখন এই ব্যবস্থা সম্পূর্ন হওয়ার অপেক্ষায় আছেন। বি আই কে আপনার এই ব্যাপারে প্রমান দেখাতে হবে।
- আপনার গুরুতর অসুস্থতার জন্য আপনি ইউ কে থেকে চলে যেতে পারছেন না, কারণ এই অসুস্থতার জন্য আপনি প্লেনে ভ্রমণ করতে পারবেন না। আপনার অসুস্থতা কি এবং কেন আপনি ভ্রমণ করার জন্য অত্যধিক অসুস্থ সেটা বর্নণা করে আপনার ডাক্তারের কাছ থেকে একটা চিঠি লাগবে।
- হোম সেক্রেটারি/স্বরাস্ট্র মন্ত্রী বলেছেন যে আপনার দেশে ফিরে যাওয়ার জন্য কোন নিরাপদ পথ নেই। (এটা লিখবার সময় এই নিয়ম কোন দেশের ক্ষেত্রেই খাটে না)।
- আপনার এ়সাইলামের আবেদনের ব্যাপারে আপনি জুডিশিয়াল রিভিউ/আইনের পুনর্বিবেচনার জন্য আবেদন করেছেন।
- আপনি নূতনভাবে এ়সাইলামের জন্য অথবা হিউম্যান রাইটস্ এ়ক্টের ৩ নম্বর ধারা/আর্টিক্যাল আবেদন করেছেন অথবা আপনি অন্যান্য যে আবেদনগুলি করেছেন, হোম অফিস বর্তমানে সেগুলির বিবেচনা করছেন।
আপনার যদি সেকশন ৪ এর সহায়তা পাওয়ার যোগ্যতা থাকে, তাহলে আপনার বাসস্থানের ব্যবস্থা করা হবে, এবং এ ছাড়াও সপ্তাহে ৩৫ পাউন্ডের ভাউচার পাবেন। অর্থ দিয়ে সাহায্য করা হয় না।
এসাইলাম সাপোর্ট আপীল প্রজেক্ট অক্টোবর ২০০৬ ।
- এ়সাইলাম সাপোর্ট এ়পিলস প্রসেস - এ়সাইলাম সাপোর্ট এডজুডিকেটর
- দি ন্যাশনাল এ়সাইলাম সাপোর্ট সার্ভিস (নাস) - ফর্মস এন্ড গাইডেন্স - ইমিগ্রেশন ন্যাশনালিটি ডাইরেক্টোরেট
- দি ন্যাশনাল এ়সাইলাম সাপোর্ট সার্ভিস (নাস) - ওয়ান স্টপ সার্ভিস - ইমিগ্রেশন ন্যাশনালিটি ডাইরেক্টোরেট
- লিস্ট অফ লোকাল কাউন্সিল - ডাইরেক্ট গভ
- হোমপেইজ অফ এ়সাইলাম সাপোর্ট এ়পিলস প্রযেক্ট - এ়সাইলাম সাপোর্ট এ়পিলস প্রযেক্ট
- বেনিফিটস – এডিভাইসনাও
- Asylum support appeals process - Asylum Support Adjudicators
- The National Asylum Support Service (NASS) - Forms and Guidance - Immigration and Nationality Directorate
- The National Asylum Support Service (NASS) - One stop services - Immigration and Nationality Directorate
- List of local councils - Directgov
- Homepage of Asylum Support Appeals Project - Asylum Support Appeals Project (ASAP)
- Benefits - Advicenow
This document was provided by Advicenow (Asylum Support Appeals Project, October 2006). Updated June 2007, www.advicenow.org.uk