Skip Navigation | Accessibility

information, advice, guidance and learning materials in community languages

আমি যদি ইউকে তে কাজ করতে চাই তাহলে?
What if I want to work in the UK?

আপনি যদি কাজ করার জন্য ইউ কে তে থাকতে চান, তাহলে সাধারনত আপনার চাকরী করার জন্য অনুমতিপত্রের /ওয়ার্ক পারমিটের জন্য প্রয়োজন হবে। যদি এখানকার কোন কোম্পানি আপনাকে চাকরী দিতে চায়, তাহলে আপনার ওয়ার্ক পারমিটের জন্য আবেদন, সেই কোম্পানিকে করতে হবে, আপনাকে করতে হবে না

উচ্চমানের দক্ষতাসম্পন্ন স্বদেশ ত্যাগকারী ব্যক্তি বা যাদের কতকগুলি বিশেষ ধরনের দক্ষতা আছে, যদি আগের থেকেই তাদের চাকরীর ব্যবস্থা করা থাকে, হোম অফিস তাহলে তাদের ইউ কে তে আসতে দেন।

বেশীরভাগ ক্ষেত্রেই, আপনার স্বামী, স্ত্রী অথবা নিবন্ধিত নাগরিক সঙ্গী/রেজিস্টার্ড সিভিল পার্টনার এবং ১৮ বত্সরের নীচে যে কোন সন্তান, যারা আপনার উপর নির্ভরশীল, তারা আপনার সঙ্গে আসতে পারবে। তবে এটা কেবলমাত্র আপনার ক্ষেত্রেই খাটবে যদি আপনাকে সরকারী তহবিলের উপরে নির্ভর করতে না হয় (যার মানে হল বেনিফিটের দাবী করা।) আপনি যদি এখানে অস্থায়ীভাবে চাকরী করতে আসেন, তাহলে আপনার পরিবারের সদস্যদের আপনার সঙ্গে যোগদান করার ব্যাপারে কতকগুলি বাধানিষেধ থাকবে। এর ভিতরে থাকবে।

  • ছুটির বা/ হলিডের সময় কাজ করা
  • ঋতুকালীন কৃষির(এগ্রিকালচার) কাজ (যেমন গাছ থেকে ফল পাড়া) অথবা
  • ‘বিশেষ এলাকার জন্য পরিকল্পনা/সেকটর বেইসড স্কীম, যেটা কোন ব্যক্তিকে বিশেষ কোন শ্রমশিল্পে কাজ করবার অনুমতি দেয়।

আপনি ইউ কে তে আসার পর একটা কাজ থেকে আরেকটা কাজ বদলাতে পারবেন কি না। (যেটাকে বলা হয় বদলানো (সুইচিং), সেটাও অভিবাসন/ইমিগ্রেশন আইনে বর্নণা করা থাকে। নীচে কতকগুলি উদাহরণ দেওয়া হল;

  • আপনি যদি অতিথি/ভিজিটর হিসাবে এই দেশে প্রবেশ করেন তাহলে আপনাকে ছাত্র হিসাবে এই দেশে থাকবার অনুমতি দেওয়া হবে না। আপনাকে দেশের বাইরে গিয়ে এর জন্য আবেদন করতে হবে।
  • আপনি যদি এই দেশে চাকরী করতে চান অথবা ব্যবসা আরম্ভ করতে বা কোন ব্যবসাতে যোগদান করতে চান, তাহলে আপনাকে সাধারনতঃ দেশের বাইরে থেকে আবেদন করতে হবে। তবে আপনি যদি ডিগ্রী কোর্সের ছাত্র হন, অথবা ডাক্তার ডেন্টিস্ট অথবা নার্স হিসাবে ট্রেইনিং নিচ্ছেন বা আপনি ওয়ার্কিং হলিডে মেকার, তাহলে আপনাকে দেশের বাইরে থেকে আবেদন করতে হবে না। আপনি যদি ইউকের কোন ইউনিভার্সিটিতে বিজ্ঞান/সাইন্স অথবা যন্ত্র বিজ্ঞান/ইঞ্জিনীয়ারিং বিষয়গুলিতে ডিগ্রী করে থাকেন আপনি যদি এম এ অথবা পি এইচ ডি সম্পূর্ন করে থাকেন, অথবা স্কটল্যান্ডে ডিগ্রী কোর্স করে থাকেন, তাহলে এর জন্য বিশেষ নিয়ম আছে।
  • আপনি যদি এই দেশে অতিথি/ভিজিটর হিসাবে প্রবেশ করেন এবং তারপরে ইউ কে তে স্থায়ীভাবে বসবাসকারী ব্যক্তিকে বিবাহ করেন, তাহলে সাধারনতঃ আপনাকে এই দেশে এসে বসবাস করার জন্য দেশের বাইরে থেকে আবেদন করতে হবে।
  • আপনি যদি ইউ কে তে বিবাহ করতে চান, অথবা কারো সঙ্গে অবিবাহিত অংশদারিত্ব /সিভিল পার্টনারশীপ স্থাপন করতে চান, তাহলে সাধাঋনতঃ প্রথমে হোম অফিস থেকে অনুমতি নিতে হবে। এই অনুমতি ছাড়া সাধারনতঃ কোন রেজিস্টার বিবাহ অথবা অবিবাহিত অংশদারিত্ব /সিভিল পার্টনারশীপ পরিচালনা করতে অস্বীকার করবেন। এই সম্বন্ধে আরও জানার জন্য ‘যদি আমি চাই যে আমার পরিবারের সদস্যদের আমার সঙ্গে এই দেশে বসবাস করেন’ অংশটি দেখুন।

আপনি যদি এদেশে থাকবার অধিকার বদলাতে চান এবং আপনার এই আবেদনের ক্ষেত্রে কোন নিয়ম/আইনগুলি খাটে না, তাহলেও হোম অফিস হয়ত আপনার আবেদনের বিচার করতে পারে। তবে তারা যদি আবেদন প্রত্যাখ্যান করে, তাহলে আপনি এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপীল করতে পারবেন না।

কমিউনিটি লিগ্যাল এইড ডাইরেক্ট

www.clsdirect.org.uk

0845 345 4345

This document was provided by Community Legal Service Direct, June 2006, www.clsdirect.org.uk