এসাইলামের আবেদন করা: আপনি যখন সিদ্ধান্তের জন্য অপেক্ষা করছেন তখন আপনার অধিকার
Claiming asylum: your right while you are waiting
আমি যখন সিদ্ধান্তের জন্য অপেক্ষা করছি তখন আমার কি ভাবে চলবে?
আপনি যখন সিদ্ধান্তের জন্য অপেক্ষা করছেন, তখন যদি আপনার কাছে যদি টাকা-পয়সা না থাকে, তাহলে সাধারনতঃ আপনি সাহায্যের জন্য দাবী করতে পারেন। এই সাহায্যের ব্যবস্থা ন্যাশনাল এসাইলাম সার্ভিস (NASS) চালিয়ে থাকেন। যে সকল বাচ্চারা নিজেদের এসাইলামের আবেদন নিজেরাই করে থাকেন, তাদের দেখাশোনার ব্যবস্থা অন্যরকম ভাবে হয়ে থাকে - তারা স্থানীয় কাউন্সিল থেকে সাহায্য পেয়ে থাকেন।
যদি হোম অফিস মনে করেন যে, যত তাড়াতাড়ি আপনার এসাইলামের আবেদন করা উচিত ছিল আপনি সেটা করেন নি, তাহলে তারা আপনাকে সাহায্য দিতে অস্বীকার করতে পারেন। যদি এই কারনে আপনাকে সাহায্য দিতে অস্বীকার করা হয়, তাহলে আপনি তাদের এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপীল করতে পারবেন না। তবে যত তাড়াতাড়ি সম্ভব আপনার এই ব্যাপারে উপদেশ/এ়ডভাইস নেওয়া উচিত।
সাহায্যের জন্য আবেদন করা
আপনাকে যদি সাহায্যের জন্য আবেদন করার অনুমতি দেওয়া হয়, তাহলে আপনাকে একটা বড় ফর্ম ইংরেজীতে পূরণ করতে হবে। আপনি ইউ কে তে যেখানেই বাস করুন না কেন এই ফর্ম পূরণ করার ব্যাপারে আপনার সাহায্য পাওয়া উচিত। ‘যে সকল সংস্থা কেবলমাত্র একবার সেবা ব্যবস্থা/ওয়ান স্টপ সার্ভিস’ চালিয়ে থাকেন, আপনি তাদের কাছ থেকে এই সাহায্য পাবেন। আপনি যখন হোম অফিস থেকে ফর্ম পাবেন, তখন এই সকল সংস্থার বিবরণ তাদের কাছ থেকে অথবা অন্য কোন স্থানীয় সংস্থা যারা রেফিউজিদের সাহায্য করে থাকে, তাদের কাছ থেকে পাবেন।
আপনি বাসস্থান (হাউজিং), আর্থিক সাহায্য অথবা দুইটার জন্যই আবেদন করতে পারেন। আপনার আর্থিক অবস্থা খুব খারাপ হয়ে থাকে, তাহলেই কেবলমাত্র এই সাহায্যের জন্য আবেদন করতে পারেন। যদি আপনার কাছে কোন অর্থ থাকে অথবা নাস(NASS) বিশ্বাস করে যে আপনি আর্থিক সাহায্যের জোগাড় করতে পারবেন, তাহলে সাহায্যের আবেদন করার আগে আপনাকে সেই অর্থের উপর নির্ভর করতে হবে।
যদি সাহায্যের আবেদন প্রত্যাখ্যান করা হয়, অথবা আপনার এসাইলামের আবেদনের সিদ্ধান্ত নেওয়ার আগেই এই সাহায্য বন্ধ করে দেওয়া হয়, তাহলে আপনি ইন্ডিপেডেন্ট এসাইলাম সাপোর্ট এডজুডিকেটারের কাছে আপীল করতে পারবেন। যদি আপনাকে সাহায্য দেওয়া প্রত্যাখ্যান করা হয়, তাহলে সেই সময় আপনাকে আপীল ফর্ম দেওয়া হবে। এই আপীলের কেস তৈরী করার জন্য বিনামূল্যে আইনের সাহায্য পাবেন। শুনানীতে কোন উকিল উপস্থিত থাকবার জন্য আপনি বিনামূল্যে সাহায্য পাবেন না। তবে এই কেসের শুনানীতে কোন আইনের প্রতিনিধি থাকতে পারেন যিনি হয়ত আপনাকে বিনামূল্যে সাহায্য করতে পারেন।
আপনি কি সাহায্য পাবেন
আপনাকে ভাউচার দিয়ে সাহায্য দেওয়া হবে। এই ভাউচারগুলি আপনি পোস্ট অফিসে ভাঙ্গিয়ে টাকা করে নিতে পারবেন। কিন্তু আপনার অথবা আপনার পরিবারের যদি স্বাস্থ্যের বা অন্য কোন কারনের জন্য বিশেষ প্রয়োজন থেকে থাকে এবং তার জন্য যে বেশী খরচা হয় সেটা আপনার দেওয়ার ক্ষমতা নেই, তাহলে আপনার সেই বাড়তি খরচাগুলির জন্য দাবী করা উচিত।
আপনাকে কোথায় বাসস্থান দেওয়া হবে
যদি এটা স্থির করা হয় যে আপনাকে সাহায্য দেওয়া হবে এবং থাকবার আপনার জন্য বাসস্থানের প্রয়োজন, তাহলে প্রথমে আপনার জন্য জরুরী বাসস্থানের ব্যবস্থা করা হবে। এই বাসস্থানের ব্যবস্থা হয় লন্ডনে অথবা কেন্টে (লন্ডনের দক্ষিনে অবস্থিত) করা হবে। যদি আপনার লন্ডনে থাকবার কোন বিশেষ কারন না থাকে - যেমন, যেহেতু আপনার উপরে অত্যাচার করা হয়েছে, সেইজন্য আপনার বিশেষ ধরনের যত্নের প্রয়োজন, তাহলে আপনাকে এই দেশের অন্যান্য কোন অংশে বসবাস করবার জন্য পাঠানো হবে(‘অন্য স্থানে সরিয়ে দেওয়া/dispersed’)। লন্ডনে আত্মীয় স্বজন বাস করাটা সাধারনতঃ লন্ডনে থাকবার জন্য কোন জোরদার কারন নয়।
আপনাকে যদি দেশের অন্য কোন অংশে পাঠানো হয়, তাহলে কোথায় আপনাকে পাঠানো হবে সেটা আপনার উপরে নির্ভর করবে না। দেশের প্রত্যেক অংশেই ‘যে সকল সংস্থা কেবলমাত্র একবার সেবা ব্যবস্থা প্রদান করে থাকেন/ওয়ান স্টপ সার্ভিস্ আছে এবং তারা আপনাকে উপদেশ ও সাহায্য দিতে পারবে, এবং তাদের সেই সংস্থাগুলির সঙ্গে আপনাকে যোগাযোগ করিয়ে দেওয়া উচিত।
যদি আপনি দেশের অন্য কোন অংশে যেতে না চান, তাহলে আপনি হয়তঃ কেবলমাত্র সাহায্য পাবেন, কিন্তু আপনাকে বাসস্থান দেওয়া হবে না। আপনাকে নিজে নিজেই কোথাও থাকবার জন্য বাসস্থানের ব্যবস্থা করতে হবে(যেমন, কোন বন্ধুর সঙ্গে থাকবার ব্যবস্থা)।
যখন সাহায্য বন্ধ হয়ে যাবে
নিম্নলিখিত কারনগুলির জন্য আপনার সাহায্য বন্ধ হয়ে যেতে পারে:
- যদি আপনাকে রেফিউজি বলে মেনে নেওয়া হয় (তার মানে হল আপনাকে এসাইলাম দেওয়া হয়েছে), মানবিক প্রতিরক্ষা (হিউম্যানিটারিয়ান প্রটেকশান) দেওয়া হয়েছে অথবা অবাধ্যতামূলক থাকবার অনুমতি/ডিসক্রেশনারি লিভ দেওয়া হয়েছে, তাহলে আপনার জন্য যে জরুরী বাসস্থানের ব্যবস্থা করা হয়েছে,২৮ দিনের ভিতরে আপনাকে সেটা ছেড়ে দিতে হবে এবং অন্য ধরনের সাহায্য নেওয়ার ব্যবস্থা করতে হবে। ওয়ান স্টপ সার্ভিস্ অথবা অন্যান্য স্থানীয় উপদেশকারী সংস্থা/ এ়ডভাইস এজেন্সি আপনাকে এই ব্যাপারে সাহায্য করতে পারবে।
- যদি আপনার এসাইলামের আবেদন প্রত্যাখ্যাত হয়, তাহলে আপনাকে আপীল করার জন্য সময় দেওয়া হবে। যতদিন আপনার আপীল শেষ না হয়, ততদিন এবং শেষ হয়ে যাবার পর আরও ২১ দিন পর্যন্ত আপনি সাহায্য পাবেন।
- আপনাকে যে বাসস্থান দেওয়া হয়েছে, আপনি যদি সেটা ছেড়ে দেন, অথবা কোনভাবে সেটার ক্ষতি করেন অথবা, নাস(NASS) বিশ্বাস করে যে আপনার কাছে টাকা পয়সা আছে, তাহলে আপনার সাহায্য বন্ধ করে দেওয়া হবে।
‘কঠিন কেসগুলি’
কখনও কখনও আপনার নিজের দেশে ফিরে যাওয়া সম্ভব নয়, এমনকি আপনি যদি আপীল কেসে হেরেও যান। এটা এমন হতে পারে যে, আপনি যে স্থান থেকে এসেছেন, সেখানে এ়রোপ্লেন যায় না, অতএব আপনাকে সেখানে ফেরত পাঠানো যাবে না, অথবা সেখানে যুদ্ধ চলছে এবং হোম অফিস মনে করে যে কিছুদিনের জন্য আপনার সেখানে ফিরে যাওয়া উচিত নয়। এরকম কারনে আপনাকে কিছুদিনের জন্য এদেশে থাকতে দেওয়া উচিত। তবে যেহেতু আপনার কেস শেষ হয়ে গেছে, সেইজন্য আপনি আর সাহায্যের দাবী করতে পারবেন না। তার বদলে আপনি নাস(NASS) থেকে অবাধ্যতামূলক সাহায্য/ডিসক্রেশনারি হেল্পের দাবী করতে পারবেন। সাহায্য পাওয়ার জন্য আপনাকে হয়ত কমিউনিটি ওয়ার্ক/সামাজিক কাজকর্ম করতে বলা হতে পারে।
আপনার সঙ্গে যদি বাচ্চা/বাচ্চারা থাকে, তাহলে আপনি স্থানীয় কাউন্সিল থেকে সাহায্য পেতে পারেন। তবে হোম অফিস যদি মনে করে যে আপনার নিজের দেশে ফিরে যাবার ব্যাপারে আপনি সহায়তা করছেন না, যেমন, আপনার দেশের দূতাবাস(এম্বেসি) থেকে পাসপোর্ট পাওয়ার জন্য যথাযথভাবে আবেদন করছেন না, তাহলে স্থানীয় কাউন্সিলের সাহায্য বন্ধ হয়ে যেতে পারে। এছাড়া, আপনার যদি কোন বিশেষ ধরনের প্রয়োজন থাকে, তাহলেই আপনি কোন সাহায্য পেতে পারেন - যদি আপনার স্বাস্থ্য খারাও হওয়ার জন্য বিশেষ ধরনের সাহায্যের প্রয়োজন থাকে, তাহলে আপনার স্থানীয় কাউন্সিলের আপনাকে খরচার ব্যাপারে সাহায্য করা উচিত।
যখন আমি অপেক্ষা করছি, তখন আমার কি কি অধিকার আছে
বেশীরভাগ এসাইলাম সিকাররাই যারা এই দেশে পৌঁছবার সঙ্গে সঙ্গেই এসাইলামের জন্য আবেদন করেন, তাদের আটকে রাখা হয় না, তবে তার বদলে তাদের এই দেশে সাময়িকভাবে এই বসবাস করার ব্যবস্থা করা হয়। আপনাকে যদি এই দেশে সাময়িকবাভে বসবাস কারার অনুমতি দেওয়া হয়, তাহলে আপনাকে অবশ্যই নিম্নলিখিতগুলি করতে হবে।
- আপনাকে যখন বিশেষ দিনে এবং সময়ে ইমিগ্রেশন/অভিবাসন কর্তৃপক্ষের কাছে রিপোর্ট করতে বলা হয়, তাহলে সেই সময়ে এবং সেই দিনেই রিপোর্ট করতে হবে;
- একটা নির্দিষ্ট ঠিকানায় বাস করতে হবে; এবং
- চাকরী করতে পারবেন না।
আপনাকে দস্তখত করবার জন্য হয়ত নিয়মমত ইমিগ্রেশন/অভিবাসন অফিসে রিপোর্ট করতে হবে অথবা আপনার উপরে ‘বৈদ্যুতিকভাবে দৃষ্টি রাখা’ অথবা লেবেল লাগানো/ট্যাগিং আপনাকে মেনে নিতে হবে। সাধারনতঃ এর মানে হল আপনাকে একটা যান্ত্রিক জিনিষ শরীরে পরতে হবে এবং এর দ্বারা হোম অফিস, আপনি নির্দিষ্ট কোন ঠিকানায় বসবাস করছেন কি না সেটার উপর নজর রাখতে পারবে।
আপনি যদি সাময়িকভাবে এই দেশে থাকবার যে শর্তগুলি, সেগুলি ভঙ্গ করেন, তাহলে আপনাকে আটকে রাখা হবে। এ ছাড়াও যখন আপনার রিপোর্ট করার কথা, তখন যদি রিপোর্ট না করেন তাহলে আপনাকে “বেআইনি প্রবেশকারী/ইল্লিগ্যাল এনট্র্যান্ট “ বলে মনে করা হবে। আপনি যদি বাসস্থান বদলান, এমন কি আপনাকে যদি দেশের অন্য কোন জায়গায় পাঠিয়ে দেওয়া হয়, তাহলে সেটা সঙ্গে সঙ্গে ইমগ্রেশন/অভিবাসন কর্তৃপক্ষকে জানান।
হোম অফিস আপনাকে ইন্টারভিউ করার জন্য এ়পয়েন্টমেন্ট করবে এবং আপনার অস্থায়ী বাসস্থানের ঠিকানায়, যে ঠিকানা আপনার অস্থায়ী এ়ডমিশন ফর্মে আছে, সেখানে নোটিশ পাঠাবে। যদি এই নোটিশ আপনার কাছে নির্দিষ্ট সময়ের ভিতর না পৌছায়, তাহলে আপনি এই কারনে, আপীল করার অধিকার হারাবেন।
আপনি যদি অস্থায়ীভাবে এই দেশে থাকবার অধিকার না পান
আপনি যদি এই দেশে অস্থায়ীভাবর থাকবার অধিকার না পান, তাহলে আপনাকে আটকে রাখা হবে। তবে সাতদিন পর আপনি জামিনের আবেদন করতে পারবেন। এর মানে হল, যতক্ষন পর্যন্ত আপনি ছাড়া পাওয়ার শর্ত মেনে চলবেন আপনি আটকের জায়গা থেকে ছাড়া পাবেন। যদি আপনি এই জামিনের শর্ত ভঙ্গ করেন, তাহলে আপনাকে আদালতে একটা নির্দিষ্ট পরিমান টাকা জমা দিতে হবে। যদি আপনি ইউ কে তে বসবাসকারী একজন বা দুই জন ব্যক্তিকে চেনেন যারা আপনার জামিনদার হতে এবং জামানতের শর্তগুলি মানতে রাজী থাকেন তাহলেই আপনি ছাড়া পাবেন।
এই ব্যক্তিরা যাদের বলা হয় (জামিনদার/সিওরিটিস)। তাদেরকে প্রতিজ্ঞা করতে হবে যে আপনি যদি রিপোর্ট করার জন্য সময়মত না আসেন, তাহলে প্রতিজ্ঞামত তারা কোর্টে অর্থ জমা দেবেন। যে সকল ব্যক্তিদের আটকে রাখা হয়, তাদের জন্য ‘চ্যালেঞ্জিং লিগ্যাল ডিটেনশন, এ বেস্ট প্র্যাকটিস গাইড’ নামে একটি আলাদা তথ্যপত্র আছে। আপনি নিম্নলিখিত স্থানগুলি থেকে এই তথ্যপত্রটি পেতে পারেন:
- দি ভিজিটরস গ্রুপ, হচ্ছেন একদল স্বেচ্ছাসেবী ব্যক্তি। তারা যে সকল ব্যক্তিকে আটকে রাখা হয়েছে তাদেরকে দেখতে যান, এবং তারা আপনাকে আটকের বাইরে যে সকল সেবা ব্যবস্থা আছে, তাদের সঙ্গে যোগাযোগ করতে সাহায্য করতে পারেন; অথবা
- তাদের স্বেচ্ছাসেবী সংস্থা আটকের ব্যক্তিদের জন্য জামিনদার হতে পারেন।
যে সকল ব্যক্তিদের এদেশে অস্থায়ীভাবে বসবাস করার অনুমতি দেওয়া হয়, তাদের যে সকল শর্ত মেনে চলতে হয়, আটকের ব্যক্তিদের জামিনের জন্য সেই ধরনের শর্ত আরোপ করা হয়ে থাকে। আপনাকে হয়তঃ দস্তখত করার জন্য নিয়মিত পুলিশ স্টেশনে বা ইমিগ্রেশন/অভিবাসন অফিসে যেতে হবে। আপনি যদি এই জামিনের শর্তগুলি ভঙ্গ করেন, তাহলে তার মানে হল, আপনি হয়ত আইন ভঙ্গ করছেন এবং এর ফলে আপনার জামিনদার/সিওরিটিস হয়ত যে অর্থ দেবেন বলে প্রতিজ্ঞা করেছেন, তিনি সেই অর্থ হারাতে পারেন।
আপনার যদি যোগ্যতা থাকে, তাহলে জামিনের জন্য আবেদনের যে খরচ সেটা জনসাধারনের অর্থভান্ডার থেকে, আইনের সাহায্যের জন্য যে অর্থ পাওয়া যায়, সেখান থেকে পাওয়া যাবে। আপনি আপনার আইনের প্রতিনিধিকে আপনার জামিনের জন্য আবেদন করতে অনুরোধ করুন।
আপনি যতদিন এসাইলাম সিকার থাকবেন, ততদিন চাকরী করতে পারবেন না। তবে হোম অফিস যদি আপনার আবেদনের ব্যাপারে সিদ্ধান্ত নিতে ১২ মাসের বেশী সময় নেয়, তাহলে আপনি চাকরী করবার অনুমতির জন্য আবেদন করতে পারেন।
অন্যান্য অধিকার
একজন এসাইলাম সিকার হিসাবে আপনি বিনামূল্যে স্বাস্থ্যের জন্য চিকিত্সা পেতে পারেন এবং বিনামূল্যে চিকিত্সা পাবার জন্য একজন স্থানীয় ডাক্তারের কাছে নাম লেখাতে পারেন। বেশীরভাগ এলাকাতেই ইংরেজী শিখবার জন্য ক্লাস আছে এবং তার জন্য কোন পয়সা লাগে না এবং এ ছাড়াও আপনি কতকগুলি উন্নতমানের শিক্ষার ক্লাস করতে পারেন।
আপনার এসাইলামের সাহায্য ছাড়া খুব কম অর্থ আপনি পাবেন, তবে কিছু কিছু ক্ষেত্রে যাতায়তের খরচা পাওয়া যেতে পারে। এর ভিতরে আছে ইমিগ্রেশন/অভিবাসন কর্ত্তৃপক্ষের সঙ্গে ইন্টারভিউয়ে এবং এসাইলামের আপীলের শুনানীতে যাতায়াতের খরচ। আপনাকে যদি পুলিশ অথবা ইমিগ্রেশন/অভিবাসন কর্ত্তৃপক্ষের কাছে রিপোর্ট করতে হয়, তাহলে আপনার যাতায়তের খরচের ব্যাপারে সাহায্যের জন্য আবেদন করুন। তবে এই ভাড়া পাওয়ার জন্য, আপনার এ়পয়েন্টমেন্টের পাঁচ বা ছয় দিন আগেই নাস(NASS) কে এই বিষয়ে জানাতে হবে। আপনাকে যদি ইউ কের অন্য অংশে যেতে হয়, তাহলে আপনার যাতায়তের খরচা দেওয়া হবে। দি ওয়ান স্টপ সার্ভিস্ আপনাকে এই ব্যাপারে সাহায্য করতে পারে।
আমার আবেদনের ব্যাপারে আমি কোন খান থেকে সাহায্য পাব?
আইনের প্রতিনিধিকে দেওয়ার জন্য যদি আপনার কাছে যথেষ্ট অর্থ না থাকে, তাহলে আপনার এই বিশেষ আইনের উপদেশ বিনামূল্যে পাওয়া উচিত। যে সকল উকিল/সলিসিটরদের এবং স্বেচ্ছাসেবী সংস্থাগুলির লিগ্যাল সার্ভিস কমিশনের সঙ্গে চুক্তি আছে, তাদের মাধ্যমে এই আইনের উপদেশ পাওয়া যায়। রেফিউজি লিগ্যাল সেন্টার এবং ইমিগ্রেশন এ়ডভাইজারি সার্ভিস এই দুইটি বড় সংস্থা উপদেশ দিতে পারে।
এ ছাড়াও অন্যান্য সংস্থাগুলি এবং কিছু কিছু স্থানীয় সংস্থাগুলিও, বিশেষত: ল সেন্টারগুলি বিনামূল্যে এই সেবা ব্যবস্থা প্রদান করে থাকে। এই সংস্থাগুলি খুঁজে বের করার জন্য ওয়ান স্টপ সার্ভিস এবং সিটিজান এডভাইজ ব্যুরো, আপনাকে সাহায্য করতে পারে। তবে আপনাকে সাহায্য করবার জন্য একজন আইনের উপদেশ দাতা হয়ত: আপনি সঙ্গে সঙ্গে পাবেন না।
আপনাকে যদি আটকে রাখা হয় এবং আপনি এই সংস্থাগুলিতে যেতে না পারেন, তাহলে আপনার তাদের সঙ্গে ফোনে যোগাযোগ করার চেষ্টা করা উচিত অথবা ভিজিটর গ্রুপের একজন সদস্যের সঙ্গে এই বিষয় নিয়ে আলোচনা করুন। এরা হচ্ছেন একদল স্বেচ্ছাসেবী ব্যক্তি। তারা যে সকল ব্যক্তিকে আটকে রাখা হয়েছে তাদেরকে দেখতে যান, এবং তারা আপনাকে আটকের বাইরে যে সকল সেবা ব্যবস্থা আছে, তাদের সঙ্গে যোগাযোগ করতে সাহায্য করতে পারেন।
,আপনার উপদেশদাতাকে নিম্নলিখিতগুলি অবশ্যই আপনাকে লিখিতভাবে জানাতে হবে;
- তাদের কাছ থেকে কি ধরনের সেবা ব্যবস্থা আপনি আশা করতে পারেন;
- যদি উপদেশ অথবা উপদেশদাতার সম্বন্ধে আপনার কোন চিন্তা থাকে, তাহলে আপনি কার কাছে নালিশ করতে পারেন;
- আপনাকে তার কাজের জন্য কোন অর্থ দিতে হবে কিনা, যদি হয়, তাহলে কিভাবে সেটা হিসাব করা হবে; এবং
- আপনার যখন প্রয়োজন, তখন কিভাবে তাদের সঙ্গে যোগাযোগ করবেন।
কোন সংস্থায় যদি উকিল/সলিসিটর ব্যাপারে বিশেষজ্ঞ না থাকেন অথবা তারা অফিস অব দি ইমিগ্রেশন সার্ভিস কমিশনের (OISC) তালিকাভুক্ত না হন, তাহলে তাদের উপদেশ দেওয়া বে-আইনি হবে। যে কোন ব্যক্তি আপনাকে উপদেশ দিতে ইচ্ছুক কিন্তু তার জন্য মূল্য দাবী করছেন উপদেশ দিচ্ছেন না, বিনামূল্যে যে উপদেশ পাওয়া যায় সেটা আপনাকে তার অবশ্যি জানানো উচিত।
দো ভাষী বা ইন্টারপ্রেটার ব্যবহার করা
ইমিগ্রেশন/অভিবাসন কর্ত্তৃপক্ষ আপনাকে ইন্টারভিউ করার সময়ে, আপনার জন্য দোভাষী বা ইন্টারপ্রেটারের ব্যবস্থা করবেন। আপনি যখন আপনার আইনের প্রতিনিধিদের সঙ্গে দেখা করবেন, তখন তাকেও আপনার জন্য একজন দোভাষী বা ইন্টারপ্রেটারের ব্যবস্থা করা উচিত। আপনি যদি দোভাষী বা ইন্টারপ্রেটারের কথা বুঝতে না পারেন, তাহলে আপনি অবিলম্বে সেটা তাদের জানান। পরে এই ভুল ঠিক করা কঠিন হয়ে পড়বে। মনে রাখবেন যে, দোভাষী বা ইন্টারপ্রেটারের কাজ হল, আপনাকে কথাবার্তার মাধ্যমে অন্যের সঙ্গে যোগাযোগ করতে সাহায্য করা, এবং আপনি যা বলছেন, সেটা কেবল অন্য ভাষায় পরিবর্তন করা। তাদের আপনাকে উপদেশ দেওয়া বা আপনার হয়ে প্রশ্নের উত্তর দেওয়ার অধিকার নাই। খুব সাধারন সাহায্য ছাড়া বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজনকে দোভাষি বা ইন্টারপ্রেটার হিসাবে ব্যবহার করা উচিত নয়।
আরও সাহায্য
কমিউনিটি লিগ্যাল সার্ভিস ডাইরেক্ট (CLS)
অনেকরকম সাধারন আইনের সমস্যার ব্যাপারে জনসাধারনকে বিনামূল্যে তথ্য প্রদান করে থাকেন।
০৮৪৫ ৩৪৫ ৪৩৪৫ নম্বরে ফোন করুন।
আপনার যদি লিগ্যাল এইড পাওয়ার যোগ্যতা থাকে, তাহলে আপনি বিশেষজ্ঞ উপদেশদাতা/এ়ডভাইজারের কাছ থেকে বিনামূল্যে বেনিফিট এবং ট্যাক্স ক্রেডিট, ধারদেনা, শিক্ষা, চাকুরী এবং বাসস্থানের ব্যাপারে উপদেশ পেতে পারেন। সেখানে আপনি আপনার স্থানীয় আইনের উপদেশদাতা অথবা উকিল/সলিসিটার খুঁজে পেতে পারেন।
ওয়েবসাইট: www.clsdeirect.org.uk এ এই সম্বন্ধে আরও খবর জানবার জন্য ক্লিক করুন।
এমনেষ্টি ইন্টারন্যাশন্যাল
টেলিফোন: ইংল্যান্ডে ০২০ ৭০৩৩ ১৫০০
ওয়েলসে: ০২৯ ২০৩৭ ৫৬১০
ওয়েবসাইট: www.amnesty.org.uk
ইমিগ্রেশন ল প্র্যক্টিশনার এ়সোসিয়েশন(ILPA )
সাহায্য পাওয়ার জন্য কোথায় যাবেন এই সম্বন্ধে খবরাখবরের জন্য হয় জিজ্ঞাসা করুন অথবা মেম্বারদের ডাইরেক্টরি দেখুন।
টেলিফোন: ০২০ ৭২৫১ ৮৩৮৩
ওয়েবসাইট: www.ilpa.org.uk
ইমিগ্রেশন এ়ডভাইসরি সার্ভিস
ওয়েবসাইট: www.iasuk.org
টেলিফোন: ০২০ ৭৯৬৭ ১২০০ (প্রধান অফিস)
ইংল্যান্ডে এবং ওয়েলসে তাদের সঙ্গে যোগাযোগকরবার বিস্তারিত তথ্যের জন্য ওয়েবসাইট দেখুন।
ল সোসাইটি
যে সকল উকিল/সলিসিটররা এসাইলামের কেসের প্রতিনিধিত্ব করতে পারেন, ল সোসাইটি তাদের সম্বন্ধে বিস্তারিত খবর দিতে পারে।
টেলিফোন ০৮৭০ ৬০৬ ৬৫৭৫
ওয়েবসাইট: www.solicitors-online.com
ন্যাশন্যাল এসাইলাম সাপোর্ট সার্ভিস
ফ্রাঙ্ক করিগ্যান, ২৭ ওল্ড গ্লস্টার স্ট্রীট
ব্লুমসব্যুরি, লন্ডন ডব্লিউ সি ১ এন ৩ এক্স এক্স
ওয়েবসাইট: www.asylumssupport.info
অফিস অফ দি ইমিগ্রেশন সার্ভিসেস কমিশনার(OISC)
টেলিফোন ০৮৪৫ ০০০ ০০৪৬
ওয়েবসাইট: www.oisc.org.uk
রেফিউজি লিগ্যাল সেন্টার
টেলিফোন: ০২০ ৭৭৮০ ৩২০০
ওয়েবসাইট: www.refugee-legal-centre.org,uk
ল সোসাইটি, স্কটল্যান্ডের ল সোসাইটি, ও আই এস সি(OISC),সি এল এস(CLS) এবং আই এল পি এ(ILPA ), ‘লিগ্যাল এ়ডভাইস ফর পিপল হু আর ডিটেন্ড বাই দি ইমিগ্রেশন সার্ভিস’ নামক অন্য একটি তথ্যপত্র প্রকাশ করেছেন, এবং এই তথ্যপত্র উপরোক্ত সবগুলি সংস্থা থেকে পাওয়া যাবে।
মিক চ্যাটুইন, একজন ব্যারিস্টার এবং উকিল/সলিসিটর যিনি ইমিগ্রেশন/অভিবাসনের ব্যাপারে অভিজ্ঞ, তিনি ইমিগ্রেশন ল প্র্যাকটিশনারস এ়সোসিয়েশনের সহযোগিতায় এক সঙ্গে এই তথ্যপত্র লিখেছেন।
This document was provided by Community Legal Service Direct, April 2006, www.clsdirect.org.uk