বর্নবাদ এবং বৈষম্যতা
Racism & Discrimination
- এইচ আই ভি সংক্রান্ত দুর্নাম এবং বৈষম্যতা
-
এইডস্ সমস্থ পৃথিবীতেই মহামারীর মত বিস্তার লাভ করেছে। যে সকল ব্যক্তিদের এইচ আই ভি এবং এইডস আছে, সমস্থ পৃথীবিতেই তাদের নানাভাবে দুর্নাম দেওয়া হয়ে থাকে।
http://www.multikulti.org.uk/bn/racism-discrimination/hiv-related-stigma-and-discrimination/
- ধর্মীয় এবং বিশ্বাসের ভিত্তিতে বিভেদমূলক ব্যবহার করা (চাকুরী বা কাজের জায়গায়)
-
ধর্ম বা বিশ্বাসের উপর ভিত্তি করে কোন ব্যক্তির প্রতি বিভেদমূলক ব্যবহার করা বে আইনি।
http://www.multikulti.org.uk/bn/racism-discrimination/discrimination-on-grounds-of-religion-or-belie/
- বর্নবাদী বিভেদ - আপনার আইনের অধিকার
-
আপনার চামড়ার রঙ অথবা আপনি কোন বিশেষ জাতীয় গোষ্টির অন্তর্ভূক্ত হওয়ার কারনে যদি আপনার সম্পর্কে কোন রকম বিভেদমুলক ব্যবহার করা হয় অথবা আপনার উপর কোন রকম হয়রানি/হ্যারাসমেন্ট করা হয়, তাহলে সেটা মেনে নেওয়ার কোন কারন নেই। এই তথ্যপত্রে এই বিষয় সম্বন্ধে আইনত আপনার কি কি অধিকার আছে সেইগুলি বর্ননা করা হয়েছে।
http://www.multikulti.org.uk/bn/racism-discrimination/racial-discrimination-your-legal-rights/
- বর্নবাদী বিভেদমূলক ব্যবহার - এই বিভেদ সম্বন্ধে আপনি কি করতে পারেন
-
আপনি কোন বিশেষ জাতীর অন্তর্ভূক্ত হওয়ার কারনে যদি আপনার উপর বিভেদমূলক ব্যবহার করা হয়ে থাকে, তাহলে প্রথমেই চিন্তা করুন যে এই ব্যপারে আপনি কি করতে চান। এই ধরনের ব্যবহার বন্ধ করবার জন্য আইন আছে।
http://www.multikulti.org.uk/bn/racism-discrimination/racial-discrimination-what-you-can-do-about/
- বর্নবিদ্বেষী এবং ধর্মবিদ্বেষী উদ্দেশ্যমূলক আক্রমনগুলি
-
বর্নবিদ্বেষী উদ্দেশ্যমূলক আক্রমনগুলি এবং ধর্মবিদ্বেষী উদ্দেশ্যমূলক আক্রমনগুলি হচ্ছে, সেই ধরনের আক্রমন, যেগুলি কোন ব্যক্তি, বিশেষ কোন বর্নের, জাতীয় গোষ্টির, অন্তর্ভূক্ত, বা তাদের ধর্ম অথবা তারা কোন ধর্মে বিশ্বাস করেন না বলে তাদের উপর যে অত্যাচার করা হয় সেগুলি।
http://www.multikulti.org.uk/bn/racism-discrimination/racially-and-religiously-motivated-attacks/
- যৌনতার আকর্ষনের ভিত্তিতে বৈষম্যতা (চাকুরী বা কাজের জায়গায়)
-
যৌনতার আকর্ষনের সংজ্ঞা হচ্ছে অত্যন্ত বিস্তৃত সংজ্ঞা এবং এই সংজ্ঞার ভিতর পরে একই লিঙ্গের ব্যক্তিদের পরস্পরের প্রতি আকর্ষন (সমকামী পুরুষ এবং মহিলাগন), বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষন (প্রথাগত যৌন সম্পর্ক) অথবা একই লিঙ্গের এবং বিপরীত লিঙ্গের প্রতি সমান আকর্ষন (নারী এবং পুরুষ দুই লিঙ্গের সঙ্গেই যৌন সম্পর্ক)
http://www.multikulti.org.uk/bn/racism-discrimination/discrimination-on-grounds-of-sexual-orientatio/
- লিঙ্গের ভিত্তিতে বিভেদমূলক ব্যবহার (চাকুরী বা কাজের জায়গায়)
-
যখন একজন বা একদল ব্যক্তিদের প্রতি, তাদের লিঙ্গের ভিত্তিতে প্রতিকূল ব্যবহার করা হয়ে থাকে, সেই সব ক্ষেত্রে তাদের প্রতি যৌন বৈষম্যমূলক ব্যবহার করা হয়ে থাকে। যৌনতার ভিত্তিতে বৈষম্যমূলক ব্যবহার করা অবৈধ্য।
http://www.multikulti.org.uk/bn/racism-discrimination/sex-discrimination-in-the-work-place/
- সমান সুযোগগুলি
-
এই তথ্যপত্রে বিভিন্ন বৈষম্যমূলক আচরনের দিক, কি ভাবে বৈষম্যমূলক আচরনের সমঝোতা করা যায়, কখন এই বৈষম্যমূলক আচরন ঘটে এবং বিভিন্ন রকমের বৈষম্যমূলক আচরনের সম্বন্ধে বলা হয়েছে।
http://www.multikulti.org.uk/bn/racism-discrimination/equal-opportunities/
- সমান সুযোগগুলি: অন্যান্য বৈষম্যমূলক আচরনের সমঝোতা করা
-
কোর্টে যাওয়া, আপনার মামলার খরচ, হিউম্যান রাইট্স এ়ক্ট/আইন এবং আপনার বয়সের কারনে আপনার প্রতি বৈষম্যমূলক আচরন করা সম্বন্ধে এই তথ্যপত্রে আলোচনা করা হয়েছে।
http://www.multikulti.org.uk/bn/racism-discrimination/equal-opportunities-dealing-with-other-types-o/
- সমান সুযোগগুলি: আপনার ধর্ম বা বিশ্বাসের জন্য আপনার প্রতি বৈষম্যমূলক আচরন
-
যখন আইন এবং চাকরীর দায়িত্বগুলি, কোন ব্যক্তির ধর্মীয় বিশ্বাস, ধর্মীয় রীতিনীতির বিরুদ্ধে বৈষম্যমূলক আচরন করা হয়, এই তথ্যপত্রে সেইগুলি এবং আরও অন্যান্য বিষয় সম্বন্ধে আলোচনা করা হয়েছে।
http://www.multikulti.org.uk/bn/racism-discrimination/equal-opportunities-discrimination-because-of/
- সমান সুযোগগুলি: বিভন্ন ধরনের বৈষম্যমূলক ব্যবহার সম্বন্ধে আপনি কি করতে পারেন
-
কর্মক্ষেত্রে বৈষম্যমূলক আচরন সম্বন্ধে কি করা যায়, ট্রাইবুনালে নালিশ করা, প্রশ্নমালার পদ্বতি ব্যবহার করা এবং কি ভাবে ক্ষতিপূরনের হিসাব করা হয় এই তথ্যপত্রে সেই বিষয়গুলি সম্বন্ধে আলোচনা করা হয়েছে।
http://www.multikulti.org.uk/bn/racism-discrimination/equal-opportunities-4-what-you-can-do-about-di/
- সমান সুযোগগুলি: লিঙ্গ এবং যৌনগত বৈষম্য
-
এই তথ্যপত্রে কোন ব্যক্তির লিঙ্গ অথবা যৌন আকর্ষনের ভিত্তিতে, স্কুলে চাকরীর ক্ষেত্রে, বাড়ী বা ফ্ল্যাট অথবা অন্য কোন জিনিষ বা সেবা ব্যবস্থার কিনবার বা ভাড়া নেওয়ার ব্যপারে বৈষম্য এবং হয়রানি সম্বন্ধে বর্ননা করা হয়েছে।
http://www.multikulti.org.uk/bn/racism-discrimination/equal-opportunities-sex-and-sexual-discriminat/
www.multikulti.org.uk