multikulti

বাড়ীর কাজ করার কর্মী

Domestic workers

আপনি যদি আপনার নিয়োগকর্তার সঙ্গে তার বাড়ীতে কাজ করার জন্য ইউ কে তে আসেন, তাহলে কোন কোন বিষয়গুলি আপনার জানা প্রয়োজন, এই তথ্যপত্রে সেইগুলির বর্ননা করা হয়েছে। এইগুলি হচ্ছে কেবলমাত্র নির্দেশিকা এবং এর লক্ষ্য হল, এই সম্বন্ধে ঘন ঘন যে প্রশ্নগুলি করা হয় তার উত্তর দেওয়া

আমি কত দিন ইউনাইটেড কিংডমে থাকতে পারব?

বাড়ীর কাজ করার কর্মী হিসাবে আপনি ইউনাইটেড কিংডমে আসার জন্য যখন আবেদন করেন, এবং সেই সময় আপনার নিয়োগ কর্তা যদি অতিথি হিসাবে ইউনাইটেড কিংডমে আসেন, তাহলে আপনাকে সাধারনতঃ ছয় মাসের ভিসা দেওয়া হবে। যদি আপনার নিয়োগকর্তা আরও বেশীদিন এখানে থাকার পরিকল্পনা করেন তাহলে সাধারনতঃ আপনাকে ১২ মাসের পর্যন্তা থাকার অনুমতি দেওয়া হবে।

আপনার থাকার অনুমতি শেষ হয়ে যাওয়ার আগেই আপনাকে নিম্নলিখিত একটা ব্যবস্থা নিতে হবে।

  • আপনাকে ইউনাইটেড কিংডম ছেড়ে চলে যাওয়ার ব্যবস্থা করতে হবে; অথবা
  • আরও বাড়তি সময় থাকার জন্য হোম অফিসে আবেদন করতে হবে।

আপনার পাসপোর্টের স্টিকারে বা স্ট্যাম্পে, আপনার নিয়োগ কর্তার নাম থাকা উচিত নয়। যদি থাকে তাহলে দয়া করে হোম অফিসের সঙ্গে যোগাযোগ করুন অথবা একজন আইনের উপদেশদাতার কাছে উপদেশ নিন। কবে আপনার এদেশে থাকার অনুমতি শেষ হয়ে যাবে, সেই সম্বন্ধে আপনার যদি কোন সন্দেহ থাকে, তাহলেও আপনার উপদেশ নেওয়া উচিত।

যখন আমি ইউনাইটেড কিংডমে আছি তখন কি আমি আমার চাকরী/কাজ বদলাতে পারব?

যতদিন পর্যন্ত আপনি একজন বাড়ীর কাজ করার কর্মী হিসাবে প্রাইভেট বাড়ীতে কাজ করবেন এবং যে কাজ করবেন সেটার জন্য আপনার প্রথম কাজের মত একই রকম দক্ষতার প্রয়োজন হবে, ততক্ষন আপনি আপনার কাজ/চাকুরী পরিবর্তন করতে পারবেন। যেমন, এর ভিতরে আছে, বাচ্চাদের দেখাশোনা, সংসার খরচের হিসাব রাখা এবং এই ধরনের অন্যান্য কাজগুলি। আপনি বাড়ীঘর পরিস্কার করার কাজ করার জন্য অন্য কাজ বদলাতে পারবেন না।

ইউনাইটেড কিংডমে ঢুকবার পর প্রথমবার যখন আপনি আপনার নিয়োগকর্তা পরিবর্তন করে অন্য নিয়োগকর্তার কাছে কাজ নেবেন, তখন আপনাকে অবশ্যই হোম অফিসকে সেটা লিখিতভাবে জানাতে হবে।

নিম্নলিখিতগুলি তাদের প্রয়োজন:

  • আপনার সম্পূর্ন নাম এবং জন্মের তারিখ যেটা আপনার পাসপোর্টে আছে;
  • কোথায় এবং কখন প্রথমে এই দেশে ঢুকবার অনুমতি/এন্ট্রি ক্লিয়ারেন্স পেয়েছিলেন;
  • আপনার প্রথম এবং নূতন নিয়োগকর্তার সম্বন্ধে বিস্তারিত খবর; এবং
  • আপনার কাজ/চাকরী বদল করার কারন

আপনার এই দেশে থাকবার অনুমতি বাড়াবার জন্য আবেদন করার প্রয়োজন না হওয়া পর্য্যন্ত, আপনার এই দেশে থাকার সময় বাড়াবার জন্য প্রথাগত আবেদন করতে হবে না।

আপনি যদি ইউনাইটেড কিংডমে চার বত্সর কাজ করে থাকেন এবং আপনাকে এখানে স্থায়ীভাবে ইনডেফিনিট লিভ টু রিমেইন থাকার অনুমতি দেওয়া হয়েছে, তাহলে আপনি তাদের অনুমতি ছাড়াই যে কোন ধরনের কাজ/চাকুরী করতে পারবেন।

এই থাকার বা বসবাস করার সময় বাড়ানোর অনুমতির জন্য আমি কিভাবে আবেদন করব?

এর জন্য আপনাকে একটি বিশেষ আবেদনের ফর্ম/এ়প্লিকেশন ফর্ম পূরণ করতে হবে। আবেদনটি (এসাইলামের এবং কাজ/চাকরী করার জন্য অথবা ইউরোপিয়ান কমিউনিটি আইন ছাড়া) যথাযথ আবেদন পত্রে/এপ্লিকেশন পত্রে এই আবেদন না করলে সেই আবেদন বৈধ হবে না।

আরও বেশীদিন থাকার/লিভ টু রিমেইনের জন্য আবেদনের আবেদন পত্র/এপ্লিকেশন ফর্ম হল এফ এল আর (ও)/ FLR(O)

স্থায়ীভাবে থাকার/ইনডেফিনিট লিভ টু রিমেইন এর জন্য আবেদন পত্র/এপ্লিকেশন ফর্ম হল এস ই টি (ও)/ SET(O)

আপনি যদি আবেদন পত্র/এ়প্লিকেশন ফর্ম চান তাহলে 02476 223 050 টেলিফোন নম্বরে কভেন্ট্রি ল সেন্টারের সঙ্গে যোগাযোগ করুন।

আপনার এই দেশে থাকার অনুমতি শেষ হওয়ার আগেই আবেদন পত্র/এ়প্লিকেশন ফর্ম পূরণ করে ডাকে হোম অফিসকে পাঠান। এই আবেদনের/এ়প্লিকেশনের সঙ্গে কি কি দলিল পত্র পাঠাতে হবে এবং কোথায় পাঠাতে হবে তার বিস্তারিত তথ্য আবেদন পত্র/এ়প্লিকেশন ফর্মে ফর্মে থাকবে।

নিম্নলিখিত দলিলগুলি আপনাকে অবশ্যই পাঠাতে হবে;

  • আপনার পাসপোর্ট
  • আপনার নিয়োগকর্তার কাছ থেকে একটা চিঠি, যেটাতে তিনি আপনাকে ভবিষ্যতে চাকরীতে যে রাখবেন সেই ব্যপারে সমর্থন প্রদান করবেন?
  • আপনার নিয়োগকর্তার কাছ থেকে একটা চিঠি, যেটাতে আপনার চাকরীর প্রধান শর্তগুলি, যার ভিতরে থাকবে আপনার কাজের বিস্তারিত বর্নণা কত বেতন এবং সপ্তাহে কত ঘন্টার জন্য কাজ; আপনি এবং আপনার নিয়োগকর্তা দুইজনকেই এটাতে দস্তখত দিতে হবে।
  • আপনার নিয়োগকর্তার কাছ থেকে একটা চিঠি যেটাতে তাকে জানাতে হবে যে তিনি ইউনাইটেড কিংডমের জাতীয় নিম্নতম বেতনের আইন মেনে চলবেন আপনার নিয়োগকর্তা যদি এই আইন না মেনে চলেন, সেই কারনে তারা আপনার আবেদন প্রত্যাখ্যান করতে পারবেন না।
  • আপনি জনসাধারনের অর্থ ফান্ডের উপর নির্ভর না করেই যে নিজের থাকা খাওয়ার খরচ চালাতে পারবেন তার প্রমান।

আপনাকে যদি জরুরী কারনে দেশের বাইরে যেতে হয়, তাহলে হোম অফিসের যে কোন পাবলিক ইনক্যুয়ারি অফিসে নিজে গিয়ে আবেদন করতে পারেন।

যদি আপনি আসল দলিল না দেখাতে পারার জন্য কোন উপযুক্ত কারন না দেখাতে পারেন, সেই ক্ষেত্রে আপনার সব দলিলগুলি আসল দেখাতে হবে। সাধারনতঃ হোম অফিস ফটোকপি করা দলিলপত্র অনুমোদন করে না।

যদি আপনার আবেদন সাফল্যজনক হয়, তাহলে হোম অফিস সাধারনতঃ আপনাকে ইউনাইটেড কিংডমে থাকার জন্য ১২ মাসের ভিসা দেবে। বাড়ী কাজ করার কর্মী হিসাবে সমানে চার বত্সর চাকুরী করার পর ইউনাইটেড কিংডমে অনির্দিষ্ট কাল বসবাস করার জন্য আবেদন করতে পারবেন।

আমার বিরুদ্ধে যদি কোন অপরাধমূলক কাজ করা হয়ে থাকে, তাহলে আইন কি আমাকে রক্ষা করবে?

ইউনাইটেড কিংডমের প্রত্যেক ব্যক্তিই তাদের জাতীয়তা অথবা এই দেশে থাকার শর্ত যাই হোক না কেন, অপরাধমূলক আইনের দ্বারা সম্পূর্ন সুরক্ষিত। ইউনাইটেড কিংডমে আক্রমনের বিরুদ্ধে কঠোর আইন আছে। উদাহরণ হল কারো প্রতি নিম্নলিখিত ব্যবহারগুলি করা বে-আইনি;

  • আপনার ইচ্ছার বিরুদ্ধে বাড়ীর ভিতরে আপনাকে আটকে রাখা;
  • আপনার অনুমতি ছাড়াই আপনার সঙ্গে যৌন সঙ্গম করা; অথবা
  • আপনার প্রতি হিংস্র ব্যবহার করা।

কেউ যদি আপনাকে আক্রমন করে থাকে, তাহলে আপনার পুলিশে রিপোর্ট করা উচিত। টেলিফোনের বইয়ে ‘পুলিশ’ এর তালিকায় তাদের নাম এবং টেলিফোন নম্বর পাবেন। জরুরী অবস্থায় ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশকে চান, তারা আপনাকে সাহায্য করবে।

আপনি যদি সরাসরি পুলিশের সঙ্গে যোগাযোগ করতে না চান, তাহলে নিম্নলিখিত স্থান থেকে গোপনে সহায়তা এবং উপদেশ পেতে পারেন।

কল্যায়ণ

সেইন্ট ফ্রান্সিস সেন্টার

পটারি লেন

লন্ডন ডাব্লিউ ১১ ৪এন কিউ

টেলিফোন 020 7243 2942

আপনার যে ইউনাইটেড কিংডমে থাকার অনুমতি আছে তার প্রমান হল আপনার পাসপোর্ট। এটা হচ্ছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ন দলিল এবং এটাকে আপনার একটি নিরাপদ স্থানর রাখা উচিত্।। এটা আপনার নিয়োগকর্তার কাছে রাখা উচিত নয়। যদি আপনার অনুমতি ছাড়াই, আপনার পাসপোর্ট যদি তিনি তার কাছে রাখেন এবং সেটা আপনাকে ফেরত্ দিতে অস্বীকার করেন, তাহলে আপনার পুলিশের কাছে রিপোর্ট করা এবং আপনার দূতাবাস/ এম্বেসিকে জানানো উচিত্।

চাকরীর কি কি অধিকার আমার আছে?

আপনার চাকরীর শর্তগুলি কি কি হবে, সে সম্বন্ধে আপনার এবং আপনার নিয়োগকর্তার ইতিমধ্যে অবশ্যই একমত হওয়া উচিত্ । এই শর্তগুলির একটা লিখিত কপি আপনার কাছে থাকা উচিত।

আপনার অনুমতি ছাড়া আপনার নিয়োগকর্তা এই শর্তগুলি বদলাতে পারবেন না। উদাহরণ হল, আপনার নিয়োগকর্তাকে অবশ্যই নিম্নলিখিতগুলি মানতে হবে।

  • শর্ত অনুসারে আপনার বেতন দিতে হবে।
  • ছুটির সময়ের জন্য শর্ত অনুসারে বেতন দিতে হবে।
  • চাকরী ছাড়বার জন্য নোটিশ দেওয়ার আপনার যে অধিকার সেই অধিকার আপনাকে দিতে হবে।

যদি তারা উপরোক্তগুলি না করেন, তাহলে আপনি এমপ্লয়মেন্ট ইন্ডাস্ট্রিয়াল ট্রাইব্যুনাএ অথবা দেওয়ানি আদালতে /(সিভিল কোর্টে, তাদের বিরুদ্ধে আইনের ব্যবস্থা নিতে পারেন।

যদি আপনার চাকরির কোন শর্ত নাও থাকে, তাহলেও আইনতঃ আপনার কতকগুলি অধিকার আছে। এই অধিকারগুলির মধ্যে আছে, বিশ্রামের বিরতি, বেতনসহ ছুটির সময়, লিঙ্গ এবং বর্নবাদী বৈষম্য এবং মাতৃত্ব/ম্যাটার্নিটি এবং পিতৃত্বের/প্যাটার্নিটি ছুটি। এই ব্যাপারে উপদেশের জন্য আপনার ট্রেড ইউনিয়নে যোগাযোগ করুন।

ট্রেড ইউনিয়নগুলি কর্মীদের অধিকারগুলি রক্ষা করে। কিভাবে ট্রান্সপোর্ট এবং জেনারেল ওয়ার্কারর্স ইউনিয়ন আপনাকে সাহায্য করতে পারবে, তার জন্য দয়া করে নীচের ঠিকনায় যোগাযোগ করুন।

ট্র্যান্সপোর্ট এন্ড জেনারেল ওয়ার্কারস ইউনিয়ন

ট্র্যান্সপোর্ট হাউস

১৬ পেলেস স্ট্রীট

লন্ডন এস ডব্লু ১ই ৫জেডি

আমার যদি চিকিত্সার প্রয়োজন হয় তাহলে কি হবে?

ইউনাইটেড কিংডমের হেল্থ সার্ভিস্ থেকে আপনার বিনামূল্যে স্বাস্থ্যের যত্ন পাওয়ার অধিকার আছে। কারন, আপনি হচ্ছেন ইউনাইটেড কিংডমে ‘অর্ডিনারিলি রেসিডেন্ট/স্বাভাবিকভাবেই বসবাসকারী’ । এর মানে হল, হয় আপনি ইউনাইটেড কিংডমে চাকরী করতে এসেছেন অথবা এই দেশে ১২ মাসের বেশী বাস করছেন। চিকিত্সা পাওয়ার জন্য আপনাকে একজন ডাক্তারের কাছে নাম লেখাতে হবে/রেজিস্ট্রি করতে হবে।

আপনার সবচাইতে কাছে যে ডাক্তার তার টেলিফোন নম্বর জানার জন্য আপনি টেলিফোন ডাইরেক্টরি ইনক্যুয়ারিতে ফোন করুন, অথবা হেল্থ ইন্ফরমেশন সার্ভিসের 0800 66 55 44 নম্বরে বিনামূল্যে ফোন করুন।

আমার যদি চাকরী না থাকে যায় তাহলে আমি কি ইউনাইটেড কিংডমে থাকতে পারব?

হ্যাঁ, যতদিন পর্যন্ত আপনার এই দেশে থাকার অনুমতি আছে এবং জনসাধারনের অর্থভান্ডারের উপরে নির্ভর না করে আপনার নিজের খরচ নিজেই চালাতে পারবেন, ততদিন আপনি ইউনাইটেড কিংডমে থাকতে পারবেন।

আপনি যদি ইউনাইটেড কিংডমে চার বত্সর ধরে চাকরী করছেন এবং আপনাকে এই দেশে অনির্দিষ্ট কাল/(ইনডেফিনিট পিরিয়ড) থাকার জন্য অনুমতি দেওয়া হয়েছে, তাহলে আপনি হোম অফিসের অনুমতি ছাড়াই যে কোন চাকরী করতে পারবেন।

আপনার এই দেশে থাকার অনুমতি শেষ হওয়ার আগেই আপনাকে এই দেশ ছেড়ে চলে যাওয়ার ব্যবস্থা করতে হবে। আপনি যদি “বাড়ীর কাজ করার কর্মী হিসাবে কাজ না করেন, তাহলে হোম অফিস আপনাকে ইউনাইটেড কিংডমে থাকার অনুমতি দেবে না।

আপনার যদি ইউনাইটেড কিংডমে থাকার অনুমতি শেষ হয়ে যাওয়ার পরেও এই দেশে থাকার জন্য অন্য চাকরী করেন, তাহলে আপনি আইন ভঙ্গ করবেন।

আপনার যদি নিজের দেশে ফিরে যাওয়ার জন্য আর্থিক সামর্থ অথবা টিকেট না থাকে তাহলে আপনার দেশের দূতাবাস/এম্বেসির সঙ্গে যোগাযোগ করুন। আপনার দূতাবাসের ঠিকানা এবং টেলিফোন নম্বর লন্ডনের টেলিফোন বইতে থাকা উচিত, অথবা ডাইরেক্টরি ইনক্যুয়ারির ১১৮ ৫০০ টেলিফোন নম্বরে ফোন করতে পারেন।

পাবলিক ফান্ড/জনসাধারনের অর্থভান্ডার কি?

আপনি যদি ইউনাইটেড কিংডমে বসবাস করতে বা থাকতে আসেন, তাহলে এখানে কতকগুলি বিশেষ স্টেট বেনিফিটের জন্য দাবী না করেই আপনার নিজের থাকা খাওয়ার খরচা এবং বাসস্থানের ব্যবস্থা নিজেকেই করতে হবে। এইগুলি হল:

  • ইন্কাম সাপোর্ট এবং জব সিকার্স এ়লাউন্স (জে এস এ)
  • বাড়ীঘরের এবং গৃহহীনদের ব্যপারে সাহায্য
  • হাউজিং বেনিফিট এবং কাউন্সিল ট্যাক্স বেনিফিট
  • ওয়ার্কিং ফ্যামিলিস ট্যাক্স ক্রেডিট
  • সোসাল ফান্ড থেকে অর্থ পাওয়া
  • চাইল্ড বেনিফিট অথবা
  • যে কোন ডিসেবিলিটি এ়লাউন্স

যদি আমার নিয়োগকর্তা ইউনাইটেড কিংডম ছেড়ে চলে যান তাহলে আমি কি করব?

আপনি যদি আপনার নিয়োগকর্তা যখন ইউনাইটেড কিংডমে বেড়াতে এসেছেন, তখন তার সঙ্গে এই দেশে আসেন, তাহলে এটা আশা করা হবে যে তিনি যখন ফিরে যাবেন, আপনিও তার সঙ্গে ফিরে যাবেন। আপনি যদি এর থেকে বেশীদিন থাকেন, তাহলে আপনি কাজ করতে পারবেন না। তবে যদি আপনার নিয়োগকর্তার ঘনিষ্ট পরিবারের অন্যরা এই দেশে বেড়াতে আসছেন এবং তারা চান যে আপনি তাদের জন্য কাজ করেন, তাহলে থাকতে পারবেন। আপনার এই দেশে থাকার অনুমতি শেষ হওয়ার সময়ের মধ্যে আপনাকে অবশ্যই ফিরে যেতে হবে।

যতক্ষন পর্যন্ত আপনার নিয়োগকর্তা ইউনাইটেড কিংডমের বাসিন্দা এবং এখানে ফিরে আসবেন, তাহলে তিনি যদিও ইউনাইটেড কিংডম ছেড়ে দেশের বাইরে যান, এবং ফিরে আসেন, তাহলে আপনাকে তার সঙ্গে যেতে হবে না। যদি আপনার নিয়োগকর্তা বরাবরের মত ইউনাইটেড কিংডম ছেড়ে চলে যান, তাহলে এটা আশা করা হয় যে আপনিও তাদের সঙ্গে চলে যাবেন। যদি আপনি তাদের সঙ্গে না যান, তাহলে আপনার ইউনাইটেড কিংডমে থাকার অনুমতি শেষ হওয়ার আগেই এই দেশ ছেড়ে চলে যাওয়ার ব্যবস্থা করতে হবে।

আমাকে কি পুলিশের কাছে নাম লেখাতে হবে।

আপনাকে যদি পুলিশের কাছে নাম লেখাতে হয়, তাহলে হোম অফিস আপনার পাসপোর্টে সেটা করার জন্য স্ট্যাম্প দিয়ে দেবে? আপনাকে ইউনাইটেড কিংডমে পৌঁছাবার সাত দিনের মধ্যে অবশ্যই এই নাম লেখাতে হতে হবে।

নাম লেখানোর জন্য আপনার পাসপোর্ট এবং আপনার দুইটি পাসপোর্ট সাইজের ফটোর প্রয়োজন হবে। আপনি যদি মেট্রোপলিটন পুলিশের এলাকতে বসবাস করেন তাহলে এইগুলি আপনাকে নিম্নলিখিত ঠিকানায় নিয়ে যেতে হবে।

দি ওভারসিস ভিজিটরস রেকর্ড অফিস

ব্রেনডন হাউজ

১৮০ ব্যরো হাই স্ট্রীট

লন্ডন এস ই১ ১এল এইচ

এই অফিস প্রতি সোমবার থেকে শুক্রবার, সকাল ৯টা থেকে বিকাল ৪.৩০ মিনিট পর্যন্ত খোলা থাকে। আপনি ওভারসিজ ভিজিটর অফিস থেকে এই সম্বন্ধে আরও খবর জানতে পারেন। তাদের টেলিফোন নম্বর হল 020 7230 1208।

আপনি যদি মেট্রোপলিটন এলাকাতে না থাকেন তাহলে পুলিশের রেজিস্ট্রেশন অফিসের ঠিকানা এবং খোলা থাকার সময় জানার জন্য স্থানীয় পুলিশ স্টেশনের সঙ্গে যোগাযোগ করুন। আপনাকে পুলিশের রেজিস্টারে নাম লেখানোর জন্য একটা আর্থিক মূল্য দিতে হবে।

আমার নিয়োগ কর্তা কি আমার পাসপোর্ট তার কাছে রাখতে পারেন?

ইউনাইটেড কিংডমে আপনার থাকার অনুমতির প্রমান হচ্ছে আপনার পাসপোর্ট। এটা একটা গুরুত্বপূর্ন দলিল এবং আপনার সেটা একটি নিরাপদ স্থানে রাখা উচিত। আপনার নিয়োগকর্তার, আপনার অনুমতি ছাড়া আপনার পাসপোর্ট, তার কাছে রাখা উচিত নয়। যদি আপনার নিয়োগকর্তা আপনার অনুমতি ছাড়াই আপনার পাসপোর্ট তার কাছে রাখেন এবং আপনাকে ফেরত দিতে অস্বীকার করেন, তাহলে আপনার সেটা পুলিশের এবং আপনার নিজের দেশের দূতাবাস/এম্বেসিতে জানানো উচিত।

আপীল

কভেন্টি ল সেন্টারে বিনামূল্যে উপদেশ প্রদান এবং আইনের প্রতিনিধিত্ব করে।

আপীলের ব্যাপারে ল সেন্টার আপনাকে উপদেশ দেবে এবং শুনানীতে আপনার হয়ে প্রতিনিধিত্ব করবে। আপীলের ব্যাপারে এ়পয়েন্টমেন্টের জন্য আপনি ল সেন্টারে যোগাযোগ করতে পারেন অথবা প্রতি প্রতি মঙ্গলবার এবং বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বেলা ১২টার ভিতরে আমাদের কাছে বিনামূল্যে আইনের উপদেশের জন্য টেলিফোন করতে পারেন। টেলিফোনের নম্বর হল 02476 253 168।

This document was provided by Coventry law Centre, www.covlaw.org.uk

Document Links

www.covlaw.org.uk
coventray law centre website
http://www.covlaw.org.uk
www.multikulti.org.uk