multikulti

শিক্ষা গ্রহনে অক্ষমতা

Learning disability

এই তথ্যপত্রে শিক্ষা গ্রহনের অক্ষমতার বিষয়ে পরিচয় করানো হয়েছে। শিক্ষা গ্রহনের বিকলাঙ্গতা ইউ কেতে সবচাইতে বেশী ধরনের অক্ষমতা।

  • শিক্ষা গ্রহনের অক্ষমতা কি?
  • এই দেশে কত লোকের শিক্ষা গ্রহনের অক্ষমতা (লার্নিং ডিজেবিলিটি) আছে?
  • কোনো ব্যক্তির শিক্ষা গ্রহনের অক্ষমতা আছে কি না সেটা কি ভাবে আপনি বুঝতে পারবেন?
  • যে সকল ব্যক্তিদের শিক্ষাগ্রহনের অক্ষমতা আছে তাদের কি কি সমস্যার সম্মুখিন হতে হয়?
  • যে ব্যক্তির শিক্ষা গ্রহনের অক্ষমতা আছে, তার কি কি অধিকার আছে?

বর্ণনা

শিক্ষা গ্রহনের অক্ষমতা কি?

শিক্ষা গ্রহণে বিকলাঙ্গতা ইউ কে তে সবচাইতে বেশী ধরনের বিকলাঙ্গতা। এই তথ্যপত্রে শিক্ষা গ্রহণে অক্ষমতার বিষয়ে পরিচয় করানো হয়েছে।

অনেক রকমের শিক্ষা গ্রহনের অক্ষমতা আছে, সেগুলি হতে পারে:

  • সামান্য
  • মোটামুটি
  • কঠিন
  • গভীর

উপরোক্ত সব অবস্থাগুলিই সারাজীবনের জন্য। শিক্ষা গ্রহনের অক্ষমতা একজন ব্যক্তির, শিখবার ক্ষমতা, অন্যদের সঙ্গে যোগাযোগ করার এবং প্রতিদিনের চলাফেরার ক্ষমতার উপরে প্রভাব বিস্তার করে। এটা কোন ধরনের রোগ বা অসুস্থতা নয়। লার্নিং অক্ষমতা বা ডিজেবিলিটিকে আগে বলা হতো মেন্টাল হেন্ডি ক্যাপ - এর মানে হল কোন ব্যক্তির উপরে অতিরিক্ত মানসিক চাপেড় ভিতরে আছেন। তবে এই শব্দটি এখন আর ব্যবহার করা হয় না, কারণ কিছু কিছু ব্যক্তি যাদের শিক্ষা গ্রহনের অক্ষমতা আছে, তারা এই শব্দটি অপমানকর বলে মনে করেন।

যে সকল ব্যক্তিদের শিক্ষা গ্রহনের অক্ষমতা আছে, তাদের ভিতরে অনেকেরই শিক্ষা গ্রহণ করার বা অন্য কোন কিছু বুঝতে অন্যান্যদের থেকে বেশী অসুবিধা হয়। তার ফলে, প্রতিদিনের কাজে যেমন- জামাকাপড় পরা, রান্না বান্না করা অথবা অন্যদের সঙ্গে যোগাযোগ করবার জন্য তাদের সাহায্যের প্রয়োজন হতে পারে, বিশেষ করে যে সকল ব্যক্তিদের গভীর এবং বিভিন্ন ধরনের শিক্ষা গ্রহনের অক্ষমতা আছে এবং তাদের হয়ত ২৪ ঘণ্টার জন্য যত্নের প্রয়োজন আছে।

বেশীরভাগ ব্যক্তিরাই যাদের শিক্ষা গ্রহনের অক্ষমতা আছে তারা স্বাধীনভাবে জীবন যাত্রা নির্বাহ করেন। এটা বুঝতে পারা গুরুত্বপূর্ণ যে তারাও একজন মানুষ এবং তাদের নিজস্ব ব্যক্তিত্ব, পছন্দ এবং অপছন্দ, লক্ষ্য এবং উদ্দেশ্য আছে। যদি যথাযথভাবে সাহায্য করা যায়, তাহলে এই অক্ষমতা তাকে শিক্ষাগ্রহণে বা জীবনের অনেক অভীষ্ট লক্ষ্যে পৌছানো থেকে আটকাতে পারে না।

এই দেশে কত লোকের শিক্ষার অক্ষমতা আছে?

মনে করা হয় যে ইউ কে তে ১.৫ মিলিয়ন লোকের শিক্ষা গ্রহনের অক্ষমতা আছে। তার মানে হচ্ছে প্রতি ১০০ জনের মধ্যে ৩ জনের, এবং এর সংখ্যা বাড়ছে। প্রত্যেক সপ্তাহে ২০০ এর মত বাচ্চার জন্ম হয় যাদের শিক্ষা গ্রহনের অক্ষমতা আছে। যে সকল ব্যক্তিদের শিক্ষা গ্রহনের অক্ষমতা আছে, বর্তমানে তারা আগের দিন থেকে বেশীদিন বাঁচেন।

কোনো ব্যক্তির শিক্ষা গ্রহনের অক্ষমতা আছে কিনা সেটা আপনি কিভাবে বুঝতে পারবেন?

কোন ব্যক্তির শিক্ষা গ্রহনের অক্ষমতা আছে কিনা সেটা তার চেহারা দেখে সবসময় বোঝা সম্ভব নয়। কিছু কিছু লোকের চেহারা এরকম যে তাদের দেখেই বুঝা যায় যে তাদের শিক্ষা গ্রহনের অক্ষমতা আছে, যেমন ডাউন’স সিন্ড্রোম। যে ভাবে একজন ব্যক্তি অন্যান্যদের সঙ্গে কথা বার্তা বলেন, তাতেই বোঝা যায় যে সে ব্যক্তির শিক্ষা গ্রহনের অক্ষমতা আছে, যেমন ধীরে ধীরে কথা বলা। কিছু কিছু ব্যক্তি যাদের শিক্ষার অক্ষমতা আছে তারা হয়ত কথাবর্তার মাধ্যমে একেবারেই যোগাযোগ করতে পারেন না। এর ফলে তারা হয়ত অন্যদের যোগাযোগ করার জন্য বিশেষ ইঙ্গিত বা চিহ্নের ব্যবহার যোগাযোগ করেন, যেমন, ম্যাকাটন এবং সাইনালং।

যে ব্যক্তির শিক্ষা গ্রহনের অক্ষমতা আছে, তাদের কি কি সমস্যার মুখোমুখি হতে হয়?

যে সকল ব্যক্তির শিক্ষা গ্রহনের অক্ষমতা আছে, তাদের অনেক রকম সমস্যার মুখোমুখি হতে হয়। তারা হয়ত সাধারন সেবা ব্যবস্থা যেমন, স্বাস্থ্য, শিক্ষা এবং হাউজিংয়ের (বাড়ীঘর সংক্রান্ত)সেবা ব্যবস্থাগুলি সমানভাবে পান না।

প্রায়শই তারা হয়রানি অথবা উত্পীড়ন ভোগ করেন এবং অত্যাচারের শিকার হন। নিয়োগ কর্তারা তাদের বিরুদ্ধে বিভেদমূলক ব্যবহার করতে পারেন। জনসাধারন, নিয়োগকর্তারা, প্রচার মাধ্যমগুলি (মিডিয়া) অথবা স্থানীয় বা জাতীয় সরকার প্রায়শই তাদের ক্ষমতা বা প্রয়োজনগুলি বুঝতে পারেন না।

যে ব্যক্তির শিক্ষা গ্রহনের অক্ষমতা আছে, তার কি কি অধিকার আছে?

যে সকল; ব্যক্তির শিক্ষা গ্রহনের অক্ষমতা আছে, তাদের অধিকারগুলি অন্যান্য সব সাধারন ব্যক্তিদের মতই হওয়া উচিত্। গত কয়েক বত্সরে এই অধিকারের অনেকগুলিকেই আইনে পরিণত করা হয়েছে।

১৯৭০ সালের এডুকেশন এ়কট (শিক্ষার আইন) অনুসারে প্রত্যেক বাচ্চা যাদের শিক্ষা গ্রহনের অক্ষমতা আছে, তাদের সকলের শিক্ষা গ্রহণের অধিকারকে মূল অধিকার হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে।

১৯৯০ সালের কমিউনিটি কেয়ার এক্ট (আইন) যাদের শিক্ষা গ্রহনের অক্ষমতা আছে, তাদের সহায়তামূলক বাড়ীঘরের (সাপোর্টেড হাউজিং) পাওয়ার অধিকার দিয়েছে, যাতে তারা তাদের নিজেদের বাড়ীতে বসবাস করতে পারেন। (নর্দান আয়ারল্যান্ডেও এই অধিকারে সমান বিশ্বাস, তবে তাদের আইনটি হচ্ছে এই আইন থেকে ভিন্ন)।

যাদের শিক্ষা গ্রহনের অক্ষমতা আছে, তাদের নাগরিক অধিকার স্বীকার করার প্রথম পদক্ষেপ হল ১৯৯৫ সালের ডিজেবিলিটি ডিসক্রিমিনেশন এক্ট (অক্ষমতা/বিকলাঙ্গতার বিভেদমূলক আইন)। এই আইন অক্ষম/বিকলাঙ্গ ব্যক্তিদের জন্য সমান অধিকারের সৃষ্টি করেছে।

২০০১ সালের সরকারী শ্বেতপত্র (হোয়াইট পেপার) ইংল্যান্ডে ভ্যালুয়িং পিপল (জনসাধারনকে মূল্য দেওয়া), ওয়েলসে ‘ফুলফিলিং দি প্রমিসেস’ (প্রতিজ্ঞা পূর্ণ করা) এবং নর্দান আয়ারল্যান্ডে ‘রিজিওনাল স্ট্র্যাটেটিজি এন্ড প্রাইওরিটিস ফর এ়কশন’ (স্থানীয় কৌশলগুলি এবং ক্রিয়াকর্মের অগ্রাধিকার), এইগুলির দ্বারা সবরকম সেবাব্যবস্থায় শিক্ষা গ্রহনের বিকলাঙ্গতাগ্রস্থ ব্যক্তিদের, ব্যক্তিগত পছন্দকে কেন্দ্র বিন্দু করেছে। এটা শিক্ষার অক্ষমতাগ্রস্থ ব্যক্তিদের যথাযথ মূল্য পাওয়ার অধিকার দিয়েছে।

২০০৫ সালের “ডিজেবিলিটি ডিসক্রিমিনেশন এ়ক্ট(আইন) জনসাধারনের বিভাগ/সংস্থাগুলিকে যেমন-স্বাস্থ্য এবং শিক্ষা দফতরকে নূতন দায়িত্ব দিয়েছে এই দায়িত্বগুলির মধ্যে নিম্নলিখিতগুলি আছে :

  • সমস্ত ট্রেনগুলি বিকলাঙ্গ ব্যক্তিদের ব্যবহারের যোগ্য করা, যার মধ্যে থাকবেন হুইল চেয়ার ব্যবহারকারী ব্যক্তিরাও
  • বিকলাঙ্গ ব্যক্তিদের জন্য ব্লু ব্যাজ পার্কিং স্কীমের পরিবর্তন।
  • বাড়ীওয়ালা এবং অন্যান্য যারা ভাড়া দেওয়া সম্পত্তির দেখাশোনা করেন, ভাড়াটেদের প্রতি তাদের দায়িত্ব বাড়ানো।

যে সকল ভালনারেবল (যে ব্যক্তি অতি সহজেই শারিরীক বা মানসিকভাবে আঘাত পান) ব্যক্তিরা যারা নিজেদের সিদ্ধান্ত নিতে অক্ষম, তাদের ক্ষমতা দেওয়ার এবং রক্ষা করবার জন্য ২০০৫ সালের দি মেন্টাল ক্যাপাসিটি এ়কট (মানসিক সামর্থ্যের আইন) আইনের কাঠামো প্রদান করেছে।

যদিও যে সব লোকেদের শিক্ষা গ্রহনের অক্ষমতা আছে, তাদের অন্যান্য সকলের মত সমান অধিকার থাকা উচিত, তবুও কখনও কখনও তাদের বিরুদ্ধে বৈষম্যতা করা হয়ে থাকে এবং অনেক কিছু থেকে বাদ দেওয়া হয়ে থাকে। অন্যান্য সকলের মত তারা যদি সমান সুযোগ অথবা সেবা ব্যবস্থা না পান, তাহলে শিক্ষা গ্রহণে অক্ষম ব্যক্তিরা তাদের জীবন সম্বন্ধে কি চান, সেটা ঠিকমত পছন্দ করতে পারেন না।

প্রধান শব্দগুলি

১. শিক্ষা গ্রহনের অক্ষমতা - শিক্ষা গ্রহনের অক্ষমতা হচ্ছে একটি জীবনব্যপী জন্য অক্ষমতা, যেটা একজন ব্যক্তির শিক্ষাগ্রহণের ক্ষমতাকে প্রভাবিত করে।

২. ডাউন’স সিন্ড্রোম- যে লক্ষনগুলির ফলে একজন ব্যক্তির ধীরগতিতে শারিরীক বৃদ্ধি, অস্বাভাবিক মুখের গঠন এবং মানসিক জড়তার সৃষ্ট হয়।

৩. ম্যাকাটন - যেভাবে সাইন ল্যাংগুয়েজ কথ্য ভাষা বুঝাতে সাহায্য করে, সেই ভাবে ম্যাকাটনের চিহ্নগুলি লিখিত ভাষা বুঝতে সাহায্য করে।

৪. সাইনালং - সাইনালং হচ্ছে চিহ্ন বা সাইনকে বোঝাতে সাহায্য করে। এটা গঠিত হয়েছে বৃটিশ সাইন ল্যাঙ্গুয়েজের (বৃটিশ চিহ্নমূলক ভাষা) এর উপর ভিত্তি করে।

ওয়েব লিঙ্কস

ভ্যালুয়িং পিপল সাপোর্ট টিম - সরকারী শ্বেতপত্র এবং ভ্যালুয়িং পিপল সাপোর্ট টিম কি করে সেই সম্বন্ধে আরও তথ্যের জন্য নীচের ওয়েবসাইট দেখুন

http://www.valuingpeople.gov.uk/

স্বাস্থ্য বিভাগ (ডিপার্টমেন্ট অফ হেল্থ) - ভ্যালুয়িং পিপল সাপোর্ট টিম শিক্ষা গ্রহনের অক্ষমতা এবং স্বাস্থ্য সম্বন্ধে আরও তথ্যের জন্য নীচের ওয়েবসাইট দেখুন

http://www.dh.gov.uk/Home/fs/en

ডিসক্রিমিনেশন এ়কট (আইন) ১৯৯৫ এবং ২০০৫ সম্বন্ধে আরও তথ্যের জন্য নীচের ওয়েবসাইট দেখুন

http://www.drc-gb.org/thelaw/thedda.asp

ডিসেবিলিটি রাইটস কমিশন - শিক্ষা গ্রহনের অক্ষমতাগ্রস্থ(ডিসেবল) ব্যক্তিদের সম্বন্ধে আরও তথ্যের জন্য নীচের ওয়েবসাইট দেখুন

http://www.drc-gb.org

মেকিং ডিসিশন এ়লায়েন্স - সম্বন্ধে আরও তথ্যের জন্য নীচের ওয়েবসাইট দেখুন

http://www.makingdecisions.org.uk

এন এইস এস ডাইরেক্ট - স্বাস্থ্য সম্বন্ধে আরও তথ্যের জন্য নীচের ওয়েবসাইট দেখুন

http://www.nhsdirect.nhs.uk

ডিপার্টমেন্ট অফ কনসটিটিউশনাল এ়ফেয়ার্স - মেন্টাল ক্যাপাসিটি এ়কট (মানসিক ক্ষমতার আইন) সম্বন্ধে আরও তথ্যের জন্য নীচের ওয়েবসাইট দেখুন

http://www.dca.gov.uk/menincap/bill-summary.htm

ন্যাশনাল হেল্থ এন্ড কমিউনিটি কেয়ার এ়কট ১৯৯০ - সম্বন্ধে আরও তথ্যের জন্য নীচের ওয়েবসাইট দেখুন

http://www.opsi.gov.ukacts/acts1990/Ukpga_19900019_en_1.htm

ব্রিটিশ ইন্সটিটিউট অফ লার্নিং ডিসেবিলিটিস (বি আই এল ডি) - শিক্ষা গ্রহনের অক্ষমতা সম্বন্ধে আরও তথ্যের জন্য নীচের ওয়েবসাইট দেখুন

http://www.bild.org.uk

কনটাক্ট এ ফ্যামিলি (সি এ এফ) - শিক্ষা গ্রহনের অক্ষমতাগ্রস্থ এবং বিশেষ অবস্থার বাচ্চাদের সম্বন্ধে আরও তথ্যের জন্য নীচের ওয়েবসাইট দেখুন

http://www.cafamily.org.uk

এপিলেপ্সি এ়কশন - মৃগীরোগ এবং শিক্ষা গ্রহনের অক্ষমতা সম্বন্ধে আরও তথ্যের জন্য নীচের ওয়েবসাইট দেখুন

http://www.epilepsy.org.uk

ফাউন্ডেশন ফর পিপল উইথ লার্নিং ডিসেবিলিটিস - শিক্ষা গ্রহনের অক্ষমতার পরিসংখান সম্বন্ধে আরও তথ্যের জন্য নীচের ওয়েবসাইট দেখুন

http://www.learningdisabilities.org.uk/page.cfm?pagecode=ISBISTBI

ডাউনস্‌ সিন্ড্রোম এ়সোসিয়েশন - ডাউন্‌ সিন্ড্রোমের সম্বন্ধে আরও তথ্যের জন্য নীচের ওয়েবসাইট দেখুন

http://www.downs-syndrome.org.uk

ম্যাকাটন ভোকাবুলারি ডেভালপমেন্ট প্রজেক্ট - যোগাযোগের ব্যবস্থা এবং ম্যাকাটন প্রজেক্ট সম্বন্ধে আরও তথ্যের জন্য নীচের ওয়েবসাইট দেখুন

http://www.makaton.org

সাইনালং - যোগাযোগের এবং সাইনালং সম্বন্ধে আরও তথ্যের জন্য নীচের ওয়েবসাইট দেখুন

http://www.signalong.org.uk

This document was provided by Mencap, http://www.mencap.org.uk

Document Links

www.mencap.org.uk
The Mencap website
http://www.mencap.org.uk
www.multikulti.org.uk